বিশ্বজিৎ নাথঃ গত ২৯ ডিসেম্বর ভাটপাড়ার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ঝাউতলায় নিকাশি খালের ওপর জবরদখল দোকান, ক্লাব, পার্টি অফিস উচ্ছেদের নোটিশ দিয়েছিল ভাটপাড়া পুরসভা। নোটিশে সাত দিনের সমস্ত দোকান ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও উচ্ছেদের নোটিশের পর অধিকাংশ দোকানদার নিজেরাই ভেঙে ফেলেন। শুক্রবার পুর প্রশাসক গোপাল রাউত, জগদ্দল থানার আই সি প্রদীপ কুমার ডানের উপস্থিতিতে বাকি দোকানগুলো, এমনকি ক্লাব ও পার্টি অফিসও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। এদিন এক দৃষ্টিহীন ব্যক্তির চায়ের দোকানও ভেঙে ফেলা হয়। দোকানদার সমীর মন্ডলের অভিযোগ, ২০ বছর ধরে দোকান করে সংসার চালাচ্ছিলাম। কিন্তু পুরসভার দোকান ভেঙে দিল। আয়ের উৎস হারিয়ে উদ্বিগ্ন দৃষ্টিহীন দোকানদারের পরিবার। তবে পুর্নবাসনের দাবি জানিয়েছেন আয়ের সংস্থান হারানো মানুষজন। পুর প্রশাসক গোপাল রাউত বলেন, ঝাউতলা খালের ওপর দোকানপাট থাকায় সাফাই করতে অসুবিধা হচ্ছিল। ঠিকমতো সাফাই না করায় খালটি মজে গিয়েছিল। ফলে প্রতি বর্ষনে পাচঁটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছিল। এবার খালটি ভালো করে পরিস্কার করা যাবে। যাতে খাল সংলগ্ন এলাকায় জল না দাঁড়ায়। তবে পুনর্বাসনের বিষয়টি পরে ভেবে দেখা হবে বলে জানালেন পুর প্রশাসক গোপাল রাউত।
Thank you for reading this post, don't forget to subscribe!