2617f3a4-52e1-4a8d-a4ce-b23487882d0d

— রানাঘাটে দাঁড়িয়ে বিজেপি–তৃণমূলকে একযোগে আক্রমণ কংগ্রেসের, ২০ তারিখে কলকাতায় ‘লক্ষ কণ্ঠে সংবিধান’ কর্মসূচির ডাক।

Thank you for reading this post, don't forget to subscribe!

গোপাল বিশ্বাস -নদীয়া- নদীয়া জেলার রানাঘাটে কংগ্রেসের দলীয় কর্মীসভা থেকে বিজেপি ও তৃণমূল—দুই শাসক শক্তির বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণা করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার রানাঘাটের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এক কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর, সহ একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকে আগামী ২০ তারিখ কলকাতার রানী রাসমণি রোডে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত ‘লক্ষ কণ্ঠে সংবিধান’ কর্মসূচিতে রাজ্যের সমস্ত কংগ্রেস কর্মী-সমর্থকদের একযোগে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন কংগ্রেস নেতৃত্ব। এদিন সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন রানাঘাট সফর নিয়েও তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর মন্তব্য, “২০ তারিখ মোদি রানাঘাটে আসছেন, কিন্তু তিনি এসে শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর ভাঁওতা দেবেন। এলাকার মানুষ যেন সেই কথায় বিভ্রান্ত না হন।” কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্য ও কেন্দ্র—দু’জায়গাতেই সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে এবং সংবিধানের মূল চেতনা আক্রান্ত হচ্ছে। সেই কারণেই সংবিধানকে সামনে রেখে আন্দোলনের রাস্তায় নামছে কংগ্রেস। এই কর্মীসভাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে, বিশেষ করে মোদির সফরের ঠিক আগেই রানাঘাটে কংগ্রেসের এই তীব্র আক্রমণাত্মক বার্তা ঘিরে।

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights