[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/X3h1RJDnl2A” align=”center”][vc_column_text]মালদা: প্রতিবছরই কিছু না কিছু চমক দিয়ে থাকে মালদহের ইংরেজ বাজার শহরের সিংঙ্গা তলার অলোক স্মৃতিসংঘ। এবছর তাদের পুজোর থিম সৃষ্টির উল্লাসে মায়ের আগমন। সবুজানের বার্তা ফুটিয়ে তোলা হয়েছে পূজো মন্ডপে। এবছর তাদের কালীপুজো ৩৯ বছরে পদার্পণ করল। গ্রামীন এলাকার কালী পুজোতেই থাকে প্রকৃতির ছোঁয়া। তাই শহর ঘেঁষা এই ক্লাবের পুজোর থিম গ্রামীণ সেই চিন্তা ভাবনা তুলে ধরে সবুজয়েনের বার্তা দেওয়া হয়েছে। এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক শুভ দাস এবং সভাপতি শিব শংকর চন্দ্র। গোটা মন্ডপ সজ্জা জুড়ে বিভিন্ন ধরনের ছবি ও কাঠামো তৈরি করে গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। পুজো উপলক্ষে থাকছে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!