85561f04-04ee-46b7-810d-ad90556aadca

কিংবদন্তি সুরকার ভি বালসারার ১০২ তম জন্মদিন পালিত হল কলকাতার রবীন্দ্র সদনে। এই উপলক্ষ্যে ভি বালসারা মেমোরিয়াল কমিটি এবং ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানে বাংলা এবং ভারতীয় সংগীতে তাঁর অবদান স্মরণ করেন বিশিষ্ট সংগীত শিল্পী এবং যন্ত্রসংগীত শিল্পীরা। সঙ্গীত পরিচালনা ও যন্ত্রসঙ্গীতে ভি বালসারার অবদান তুলে ধরেন ক্যালকাটা সিনে মিউজিক অ্যাসোসিয়েশন এর সম্পাদক দীপঙ্কর আচার্য, ভাষ্যকার সতীনাথ মুখার্জী, দেবাশীষ বোস, সংগীত শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়, গিটার বাদক স্বপন সেন এবং ভি বালসারার একনিষ্ঠ ছাত্র ম্যান্ডোলিন বাদক নিলোৎপল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ। এ বছরে ভি বালসারা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয় সাউন্ড রেকর্ডিস্ট রাজীব মুখার্জী, মুখোপাধ্যায়, তবলা বাদক প্রীতিময় গোস্বামী, বাঁশি বাদক মানব মুখার্জি, রাগা মিউজিকের কর্ণধার প্রেম গুপ্তা ও সংগীত শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মহেশ গুপ্তা বলেন, তারা প্রতিবছরই এই মহান শিল্পীর জন্মদিন পালন করেন। তাদের উদ্দেশ্য নতুন প্রজন্মের শিল্পীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগীতে ভি বালসারার অবদান তুলে ধরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights