৫ই জানুয়ারি কলকাতার সন্নিকটে যাদবপুর বিজয়গড় সংলগ্ন নিরঞ্জন সদনে অনুষ্ঠিত হয়ে গেল একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিকের কর্ণধার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগের শিক্ষক তাপস বাবু নেপাল থেকে আগত তবলাশিল্পী পন্ডিত ডক্টর আচ্যুত রাম ভান্ডারী, তবলা শিল্পী কানাইলাল ভট্টাচার্য, খোদাবক্স ফকির ( ঊনার ঐশ্বরিক সংগীত অজ্ঞাতার জন্য), সুলয়া ব্যানার্জি (প্ৰখ্যাত বেহালা বাদক পন্ডিত ভি. জি. যোগের সুদক্ষ সিনিয়র ছাত্রী ), পণ্ডিত অশোক কুমার সেনগুপ্ত (গিটারিস্ট), উক্ত পাঁচজন শিল্পীকে “প্রজ্ঞা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ২০২৪” প্রদান করেন। অনুষ্ঠানে কানাইলাল ভট্টাচার্য দাশরথি রায়ের পাঁচালী, খোদাবক্স অধ্যাত্মিক সংগীত এবং অচ্যুতরাম নেপালি মাদল পরিবেশন করেন। তাপস বাবুর শিক্ষিত ছাত্র-ছাত্রীদের নিয়ে ও সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগের শিক্ষক প্ৰখ্যাত শ্রীখোল বাদক হরেকৃষ্ণ হালদার ও ঢোলবাদক সুব্রত নট্টের অসাধারণ বাদ্যমেলবন্ধন অনুষ্ঠানের এক আলাদা মাত্রা এনে দেয়। ১০০ বছরের পুরনো সংগীত নিয়ে বেহালা, সেতার, তবলা, গিটার, পারকারশন ও অন্যান্য যন্ত্র বাধ্য পরিচালনায় উপস্থাপিত যন্ত্রসংগীত পরিবেষণা উপস্থিত জনগণকে আলাদা অনুভূতি এনে দেয়। ভি. জি. যোগের পোস্টাল স্টাম্প উদ্বোধন ও তাপস পালের লিখিত ভি. জি. যোগের শেখানো কম্পোজিশন সংকলন প্রকাশিত হয় এই অনুষ্ঠানে।
On January 5th, a wonderful concert was held at Niranjan Sadan, near Jadavpur Vijaygarh, Kolkata. Tapas Kumar Pal Academy of Music founder and instructor Tapas Babu, who is the Professor of the Instrumental Music Department of Rabindra Bharati University felicitated; Tabla player Pandit Dr Achyut Ram Bhandari from Nepal, Tabla artist Kanailal Bhattacharya, Khodabox Fakir (for his divine music unknown), Sulaya Banerjee (renowned violinist Pandit V.G. jog’s Expert Senior Student of Violinist), Pandit Ashok Kumar Sengupta (guitarist), presented “Prajna International Award for 2024” to the said five artists. Panchali played by Kanailal Bhattacharya of Dashrathy Ray, Khodabox played by Adhyatika Sangeet and Achyutaram Nepali Madol were performed on the occasion. The extraordinary musical accompaniment of Tapas Babu’s educated students along with renowned Srikhol player Harekrishna Haldar and drummer Subrata Nattya, teachers of Rabindra Bharati University’s Department of Instrumental Music, brought a different dimension to this event. Instrumental explorations of 100-year-old music on violin, sitar, tabla, guitar, percussion and other instruments presented compellingly gave the audience a different feel. Inauguration of V. G. Jog’s postal stamp and a collection of compositions taught by V. G. Jog has been published on this occasion, and was written by Tapas Pal.