প্রচারে বেরিয়ে হোটেল মালিকের স্ত্রীকে মারধরের অভিযোগ নির্দল প্রার্থী কাকলি চৌধুরী ও তার স্বামী পরিতোষ চৌধুরী এবং তার দলবলের বিরুদ্ধে

Opera Snapshot_2022-02-13_115435_web.whatsapp.com

মালদাঃ ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায় প্রচারে বেরিয়ে হোটেল মালিকের স্ত্রীকে মারধরের অভিযোগ নির্দল প্রার্থী কাকলি চৌধুরী ও তার স্বামী পরিতোষ চৌধুরী এবং তার দলবলের বিরুদ্ধে এমন অভিযোগ। হোটেল মালিক জানান যে তার কাছে ভোট প্রচারের জন্য দু লক্ষ টাকা দাবি করা হয়। সে টাকা না দেওয়াতে তার হোটেল ভেঙ্গে রাস্তা তৈরি করার ষড়যন্ত্র করে বর্তমান নির্দল প্রার্থী। সেসব বিষয় নিয়ে তাদের দু’পক্ষের মধ্যে বচসা হয়। শুক্রবার কৃষ্ণপল্লী এলাকায় প্রচার চালানোর সময় হোটেল মালিক শংকর চৌধুরীর স্ত্রী রিমা চৌধুরি যখন পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় তাকে ধরে মারধর করে তার জামাকাপড় ছেড়ে দেয় এমনই অভিযোগ তোলেন। এই ঘটনায় পরিতোশ বাবুকে ধরা হলে তিনি বলেন টাকা চাওয়ার ঘটনা মিথ্যে। শুক্রবার সকালে প্রচারের সময় দুই পক্ষের মধ্যে হোটেলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি নিয়ে বচসা হয়। দুজনের মধ্যে হাতাহাতি এই পরিপেক্ষিতে উভয়পক্ষই মালদা মেডিকেল কলেজে ভর্তি। উভয় পক্ষই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights