মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আটক দুই রোহিঙ্গা নগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, “সীমান্ত টপকে ধাপড়া বাজার থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিলো তাঁদের। সেই সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে।” ধৃতর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে রবিবার দুপুর ১টা নাগাদ জানিয়েছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। ধৃতরা হলেন মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)। দুজনে স্বামী-স্ত্রী বলে দাবি দুজনের। তারা কিভাবে কিসের উদ্দেশ্যে এদেশে এলো, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
