মৃন্ময় রায় মেখলিগঞ্জ: শুক্রবার চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুলে সামাজিক সংগঠন শক্তি সংযোগের তরফে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী,চ্যাংরাবান্ধা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার,বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ, এক্সপোর্টার্স এসোসিয়েশনের সদস্য রাজু গুপ্তা, সমাজসেবী সঞ্জয় দাম(মনা) , ব্যাবসায়ী রাজা দে গোপাল সাহা , অরিত্র পাল ,দীপিকা দাস , সঞ্চালী পাল,মমতা সরকার, সনি বিশ্বাস,বুলি ঘোষ,পৃথা ঘোষ,ঝিলিক ঘোষ,আলিভিয় দে,সংযুক্ত বিশ্বাস,নবনীতা দাস, রিয়া দে সহ প্রমুখ।
