screenshot-web_whatsapp_com-2024_07_20-21_43_09

[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/fUAkckZI3sg” align=”center”][vc_column_text]সুমিত ঘোষ, মালদা: মালদা থেকে ৫৫ টি বড় বাস এবং ২০০ ওপর ছোট গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। মালদার বৈষ্টব নগরের ১৮ মাইল এলাকায় জমায়েত হয়েছেন এই মর্মে তৃণমূল কংগ্রেস কর্মীরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি প্রায় ১৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নিবেন মালদা থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাস রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে। ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিমভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।[/vc_column_text][/vc_column][/vc_row]

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights