৮ ম বর্ষ জঙ্গল মহল উৎসবের সুচনা, বলরামপুরে অনুপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়


বলরাম হালদার, পুরুলিয়া:- আনুষ্ঠানিক ভাবে ৮ ম বর্ষ জঙ্গল মহল উৎসবের সুচনা, বলরামপুরে অনুপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর জল্পনা রাজনৈতিক মহলে। যদিও সভাধিপতি এই বিষয়টিকে গোষ্ঠী কোন্দল বলতে নারাজ। হয়তো সভাধিপতির প্রয়োজন নেই সেখানে বলে এড়িয়ে গেছেন তিনি। পুরুলিয়া জেলার জঙ্গলমহল ব্লক গুলির আদিবাসী মানুষজনদের নিয়ে বলরামপুর কলেজ মাঠে সোমবার শুরু হল জঙ্গল মহল উৎসব। আদিবাসি জনজাতির মানুষ জনদের সংস্কৃতি সহ জীবন যাপনের সাথে জড়িয়ে থাকে এই উৎসব। সোমবার বিকাল ৪টা নাগাদ বলরামপুর কলেজ মাঠে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে জঙ্গলমহল উৎসবের সূচনা করেন রাজ্য সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, বলরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাতো। যদিও এই অনুষ্ঠানে ডাক পেলেও পৌঁছাননি খোদ জেলা পরিষদ এর সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, আমন্ত্রন পত্রে তার নাম ছাপা হয়নি বলেও জানা গেছে। এবিষয়ে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা এটা মুখ্যমন্ত্রীর উৎসব, এটা দিদির ব্যাপার। তবে হয়তো উনি অসুস্থ থাকায় আসতে পারেন নি বলেও তিনি জানান। যদিও সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন জঙ্গলমহল উৎসব আদিবাসীদেরকে নিয়ে হচ্ছে তিনি আদিবাসী নন তাই হয়তো তার প্রয়োজন নেই। তাছাড়াও তার অন্যান্য কাজ রয়েছে। তবে সভাধিপতির অনুপস্থিতি ঘিরে জেলাতে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যই।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights