MGNREGS ও Pradhan Mantri Awas Yojana র কাজ খতিয়ে দেখতে পুঞ্চা ব্লক এলাকায় পরিদর্শনে কেন্দ্রীয় টিম


পুঞ্চা,পুরুলিয়াঃ মঙ্গলবার সকালে পুঞ্চা ব্লকের পানিপাথর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রাম সহ নপাড়া গ্রাম পঞ্চায়েতের পারবাইদ ও বুগলিডি গ্রামে পৌঁছান কেন্দ্রীয় Ministry Of Rural Development টিমের সদস্যরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা খতিয়ে দেখার পাশাপাশি আবাস যোজনার কিস্তির টাকা ঠিকঠাক প্রাপকরা পাচ্ছেন কিনা সেই বিষয়গুলি নিয়ে প্রাপকদের সাথে কথা বলেন ওই দলের সদস্যরা। এদিন কেন্দ্রীয় টিমের সাথে ছিলেন পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights