পল্লী চিকিৎসক সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন


পাঁচু গোপাল বিশ্বাস:- সম্প্রতি বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হল পল্লী চিকিৎসক সংগঠনের, উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন। সংগঠনের রাজ্য সভাপতি দিলীপ পান বলেন ,অতিমারীর সময়ে যোগযোগ এবং যাতায়াত যখন বন্ধ ছিল, তখন পল্লী চিকিৎসকরাই গ্রামাঞ্চলে একমাত্র ভরসা ও অবলম্বন ছিল। সামান্য পরিশ্রমের বিনিময়ে বা বিনা পরিশ্রমে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। সরকারী খাতায় যাদের ইনফর্মাল রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার বলা হয়। দুঃখের বিষয় তাদের কাজের যোগ্য স্বীকৃতি দেওয়া হয়নি, আমরা তাদের স্বীকৃতি দাবি করছি। সংগঠনের রাজ্য সম্পাদক এবং আহ্বায়ক অরুন কান্তি ঘোষ জানালেন সমস্ত পল্লী চিকিৎসকের নাম নথিভুক্ত করতে হবে, পল্লী বা গ্রামীন চিকিৎসকদের অভিজ্ঞ ডাক্তারবাবুদের দিয়ে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণের সেন্টার বাড়াতে হবে, প্রশিক্ষণের শেষে বৈধ শংসাপত্র এবং প্রাকটিস করার অনুমতি দিতে হবে, পল্লী চিকিৎসকদের কোভিড যোদ্ধার স্বীকৃতি দিতে হবে, কোভিডে মৃত চিকিৎসকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে, ষাটোর্ধ পল্লী বা গ্রামীন চিকিৎসকদের প্রতি মাসে সাম্মানিক ভাতা প্রদান করতে হবে, পল্লী চিকিৎসকদের বিশেষ স্বাস্থ্য বীমার সুবিধা দিতে হবে, ঔষধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকুমার গোস্বামী, তরুণ বড়াল, ভুলু নস্কর ভূঁইয়া, মহ: মোস্তফা, শফিক আলী মন্ডল সহ বিভিন্ন জেলা থেকে আগত বহু বিশিষ্ট পল্লী চিকিৎসক বা গ্রামীণ ডাক্তারবাবুরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights