গ্রাম পঞ্চায়েতের দুই সিপিআইএম প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে


মালদা: পঞ্চায়েত নির্বাচনের প্রাকমুহুর্তে মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই সিপিআইএম প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। তার সঙ্গে প্রায় ৪০০ জন সিপিআইএম কর্মীও এদিন যোগদান করে তৃণমূল কংগ্রেসে, দাবি করে তৃণমূল। যোগদানের পর দুই সিপিএম প্রার্থীকে নিয়ে তৃণমূল প্রার্থীদের সমর্থনে গোটা গ্রাম জুড়ে নির্বাচনী মিছিল। রবিবার ইংলিশ বাজারের নতুন নঘরিয়া এলাকায় এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। জানা যায় পঞ্চায়েত নির্বাচনে মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর সংসদের তিন নম্বর আসনের সিপিআইএম প্রার্থী করা হয়েছিল রনিউল হক এবং দুই নম্বর সংসদের দুই নম্বর আসনের প্রার্থী করা হয়েছিল হাসনারা বিবিকে। এদিন তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী প্রতিভা সিংহ এবং ফুলবাড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা গ্রাম পঞ্চায়েত প্রার্থী জাইদুল সেখের নেতৃত্বে সিপিআইএমের দুই প্রার্থী এবং প্রায় ৪০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ইংলিশ বাজার ব্লক সভাপতি প্রতিভা সিংহ এবং অঞ্চল সভাপতি জাইদুল সেখ, জানান বিগত পাঁচ বছরে মা মাটি সরকারের উন্নয়ন দেখে সেই উন্নয়নে তারা শামিল হতে দুই সিপিআইএম প্রার্থী আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। তার পাশাপাশি প্রায় আরো ৪০০ জন কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলে যোগদান করা সিপিআইএমের দুই প্রার্থী জানান, তৃণমূলের উন্নয়ন দেখে আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল।

Malda: Two CPIM candidates from Phulbaria Gram Panchayat of Malda’s English Bazar block have joined the Trinamool Congress before the panchayat elections. About 400 CPIM workers also joined the Trinamool Congress on that day, claimed the Trinamool. After joining two CPM candidates in support of Trinamool candidates, the election marched across the village. The joining camp was held on Sunday at the New Nagharia area of English Bazar. It is known that in the panchayat elections, the CPIM candidate for the third seat of the second parliament of Phulbaria village panchayat of English Bazar block of Malda was Raniul Haque and Hasnara Bibi was nominated for the second seat of the second parliament. On this day they officially joined the Trinamool Congress. Two CPIM candidates and around 400 workers joined the Trinamool Congress led by English Bazar block Trinamool Congress president and Zilla Parishad candidate Pratibha Singh and Fulbaria region Trinamool Congress chairman and Gram Panchayat candidate Zaidul Sekh. In this regard, Trinamool Congress English Bazar block president Pratibha Singh and regional president Zaidul Sekh said that after seeing the development of the Ma Mati government in the last five years, two CPIM candidates had joined the Trinamool Congress to participate in that development. Besides him, about 400 other workers joined the Trinamool Congress on that day. On the other hand, two candidates of CPIM who joined Trinamool said that they joined Trinamool Congress today after seeing the development of Trinamool.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights