বিশ্বজিৎ নাথঃ যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, বিজেপি সেই ফুল দিয়ে পুজো দেবে। ভাটপাড়ার মানিকপীর বাজারে এসে শাসকদল তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, রবিবার সকালে মানিকপীর বাজারে নেতাজীর মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন সাংসদ অর্জুন সিং ও তার পুত্র বিধায়ক পবন কুমার সিং। সেখানে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ঠ্যাঙ্গারে বাহিনীর বিরুদ্ধে। এদিন বেলায় ঘটনাস্থলে এসে নেতাজীর মুর্তিতে মাল্যদান করে সুকান্ত মজুমদার বলেন, নেতাজীকে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে সাংসদ ও বিধায়ককে। এটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। দেশের কোনও রাজ্যে এসব হয় না। শুধু বাংলার ক্ষেত্রে হয়। সুকান্ত বাবুর অভিযোগ, পুরভোটের আগে তৃণমূল ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। কিন্তু বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করবে।
Thank you for reading this post, don't forget to subscribe!