টেকনো ভালভ পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তাদের ৫০ বছরে নতুন পরিকল্পনার কথা শোনালো


ইন্দ্রজিৎ আইচঃ ১৯৭১ সাল থেকে ২০২১ দীর্ঘ ৫০ বছর অতিক্রম করলো টেকনো ভালভ কোম্পানি। সেই উপলক্ষে
আজ কলকাতার পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই কোম্পানির ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার ওয়াই কে বিহানি
জানালেন সোদপুরে ১৯৭১ সালে তিনি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। মূলত অক্সিজেন সিলেন্ডার বা অন্যান্য সিলেন্ডার এর যে ভালভ ব্যাবহার হয় এই কোম্পানি সেই গুলো বানায়। এই কোম্পানির পার্টনার ও চিফ ফিনান্সিয়াল অফিসার এন কে বিহানি জানালেন গত বছরে কোভিড এর সময় তারা ১৫ কোটি টাকা লগ্নি করেছে। দেশে এই সময় যাতে আরো বেশি করে অক্সিজেন সিলেন্ডার মানুষ ব্যাবহার করতে পারে। বহু মেশিনারি পার্স তারা কিনেছেন।এই কোভিড এর সময় তারা কোনো কর্মচারী কে ছাটাই করে নি। তাদের আর্থিক সচ্ছলতা, সিনিটাইজেসন, কোভিড ১৯ এর টিকাকরণ,
নিয়মিত হেল্থ চেকআপ, এমনকি তাদের পরিবারের সবাই যাতে সুরক্ষিত থাকে সেইজন্য সেই ব্যাবস্থা করেছে এই কোম্পানি। টেকনো ভালভ এর আরেক পার্টনার ও কোম্পানির সি ই ও রোহিত বিহানি জানালেন এই কোম্পানির ৫০ বছর উপলক্ষে ২০২২ এর মধ্যে ১৪০ কোটি টাকার ব্যাবসা,২০২৪-২৫ এই বছরের মধ্যে ২০০ কোটি টাকার ব্যাবসা র লক্ষ মাত্রা রেখেছেন।এর জন্য সোদপুরে র কাছে ৯০ হাজার স্কুয়ার ফুটের আরো একটা নতুন কারখানা তারা চালু করছেন আগামী বছর।এই কোম্পানির আর এক পার্টনার ও সেলস এর প্রধান রেনু বিহানি আজ সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জানালেন এই কোম্পানি শুরুর থেকে রাজ্য সরকারের কোনো সাহায্য যেমন পায়নি তেমন আজ পর্যন্ত এই কোম্পানি চালাতে গিয়ে কোনো বাঁধার সম্মুখীন হয়নি। তিনি আরো বলেন আমাদের প্রতিটি পার্স জার্মানি, ইউরোপ ও আমেরিকার( আই এস ও) দ্বারা নির্মিত ও পরীক্ষিত।এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া পৃথিবীর ৬ টা দেশে আমাদের এই ভালভ রপ্তানি হয় এবং সাফল্যের সাথে ৫০ বছর ধরে আমরা বংশ পরম্পরায় এই ব্যাবসা করে চলেছি। আশা করি আগামী দিনেও আরো ভালো করে আরো উন্নত মানের ভালভ বানাবো ও টেকনো ভালভ কোম্পানি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ৫০ বছরের যাত্রার ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করবে বলে আমি বা আমরা সবাই সেই বিশ্বাস রাখি।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights