জানালা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি


মালদা, ২২ জানুয়ারি।  মালদা শহরের একটি সরকারি গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের পিরোজপুর এলাকার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের এই চুরির বিষয়টি নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যায় স্কুল কর্তৃপক্ষ নজরে বিষয়টি আসে । ওই স্কুলের সঙ্গে রয়েছে মালদা গার্লস হাইস্কুল । জুনিয়র বেসিক স্কুল এবং মালদা গালস হাইস্কুল একই ভবনে পরিচালিত হয়। এদিন সন্ধ্যায় মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে, জানালা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় একাংশ মাদকের নেশায় আসক্তদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের টিচার্স ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, স্কুলের দুটি ওয়েট মেশিন , মিড ডে মিলের নানান সামগ্রী, হাইস্কুলের ল্যাবরেটরি রুম থেকে মূল্যবান আরো বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। প্রায়ই 40 হাজার টাকার জিনিস চুরির অভিযোগ ইতিমধ্যে আমরা ইংরেজবাজার থানায় লিখিতভাবে জানিয়েছি। পুলিশ পুরো ঘটনার তদন্ত করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights