জেলার সবচেয়ে বড় সবজির বাজার বলরামপুরকে এবার সাজানোর উদ্দোগ নিল পুরুলিয়া কৃষি বিপন্ন দপ্তর


পুরুলিয়াঃ জেলার সবচেয়ে বড় সবজির বাজার বলরামপুরকে এবার সাজানোর উদ্দোগ নিল পুরুলিয়া কৃষি বিপন্ন দপ্তর। ইতিমধ্যেই সাপ্তাহিক বাজারের খোলা আকাশের তলায় বসা ত্রিপলের হাটকে সরিয়ে এবার পাকা ছাউনি তৈরি করে দেওয়ার কাজ শুরু হোল পুরো হাট জুড়ে। জানা গিয়েছে পুরুলিয়া নিয়ন্ত্রিত বাজার সমিতির অধিনে থাকা জেলার সমস্ত হাট ও দৈনিক সবজি বাজারের মধ্যে বলরামপুর সবজি মান্ডি হোলো সব থেকে বড়। এখানে প্রতিদিন কয়েক লক্ষ টাকার কাঁচা সবজির কেনা বেচা হয়ে থাকে। এমনকি এরজন্য ৫২ টি লাইসেন্স প্রাপ্ত এজেন্ট রয়েছে। যদিও তাদের জন্য ৫২ টি স্টল তৈরি হলেও আজোও তা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। এবিষয়ে আড়ৎদার দের অভিযোগ যে স্টল তৈরি হয়েছে তার সামনে কাঁচা সবজি কেনাবাচার সঠিক জায়গা না থাকায় আমরা খুলতে পারিনি।অন্যদিকে এই বাজারে আসা কয়েকজন মহিলা সবজি ক্রেতার অভিযোগ, তাদের রাত্রি বেলা এই হাটে থাকার জন্য কোনো ব্যবস্থা না থাকায় নিরাপত্তা হীন অবস্থায় পড়ে থাকতে হয়।আবার বারাসত, কাচড়াপাড়া থেকে আগত সবজী ব্যবসায়ীদেরও একিই অভিযোগ রাত্রিবেলা থাকার কোনো ব্যবস্থা নেই তাই টাকা পয়সা নিয়ে তাবুতে থাকতে হয়। এবিষয়ে পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে জানা গিয়েছে। এই হাটে আর তাবু নিয়ে বসতে হবে না। তাই মোট ষোলোটি খোলা বাজার তৈরি হচ্ছে। তাই এখানে সপ্তাহে একদিন না হলেও প্রতিদিন অনেকেই বসতে পারবেন। আগামি মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ সম্পুর্ণ হলে খুলে দেওয়া হবে নতুন বাজার টি।পুরানো সব ভেঙে জায়গাটি পরিষ্কার করে সাজিয়ে দেওয়া হবে।এবিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল জানান, সাপ্তাহিক হাটে অনেকেই ত্রিপলের তাবু খাটয়ে দোকান পাঠ নিয়ে বসেন তাদের আর তাবু খাটাতে হবে না।এরজন্য ষোলোটি ছাউনি তৈরির কাজ চলছে। বাকি তৈরি হওয়া সটল গুলিও দ্রুত খুলে দেওয়া হবে্।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights