দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো শ্রীশ্রীসারদা মায়ের আবির্ভাব তিথি উৎসব।


গোপাল বিশ্বাস, নদীয়া- ১লা জানুয়ারী কল্পতরু উৎসব এর পর ৩রা জানুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ মিশনে পালিত হলো শ্রীশ্রীসারদা মায়ের আবির্ভাব তিথি পূজা।

৩রা জানুয়ারী, ২০২৪, বুধবার সকাল থেকে বেদপাঠ, স্তব গান, চন্ডীপাঠ, বিশেষ পূজা ও হোম-যজ্ঞ অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন, নবদ্বীপে।শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের সঙ্ঘজননী তিনি, বিশ্বজয় করতে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ বিদেশ যাত্রার অনুমতি ও আশীর্বাদ পেয়েছিলেন সারদাদেবীর থেকেই।

এ ছাড়াও এদিন রামকৃষ্ণ মিশন নবদ্বীপে
সারদাদেবীর জীবনের উপর চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। পাশাপাশি সারদাদেবীর মহতী জীবনের উপর আলোচনা করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে আগত স্বামী ইষ্টব্রতানন্দ।

এদিনের এই আলোচনায় উঠে আসে
সারদা মায়ের জীবনের বিভিন্ন ঘটনা, পাশাপাশি উঠে আসে সমস্ত জীবের উপর তার দয়া তেমনই তার শাসন আবার প্লেগরোগ নিরাময় করার জন্য বেলুড়মঠের জমি বিক্রি করতে উদ্যত স্বামী বিবেকানন্দকে তার ভর্ৎসনা।

রামকৃষ্ণ মিশন, নবদ্বীপের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী জানান পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে শুরু হয় বিশেষ হোমজজ্, সহ পূজা পাঠ, পাশাপাশি চলে সারদা মায়ের ওপর আলোচনাও।
সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সঙ্গীত অনুষ্ঠানের, পরিবেশন করবেন সুগায়ক স্বামী শিবাধিশানন্দ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর।

Gopal Biswas, Nadia- After the Kalpataru festival on 1st January, the apparition tithi puja of Mother Sri Sri Sarada was celebrated at Ramakrishna Mission on 3rd January with various events.
Vedapath, hymns, Chandipath, special pooja and home-yajna were held at Ramakrishna Mission, Nabadwip from Wednesday morning, January 3, 2024A consort of the Sri Ramakrishna Sangha, Swami Vivekananda received permission and blessings to travel abroad from Saradadevi before he set out to conquer the world.
Apart from this, Ramakrishna Mission is in Nabadwip on this day. A photo exhibition on Saradadevi’s life was also organized. Besides, Swami Ishtabratananda, who came from Golpark Ramakrishna Mission, discussed the great life of Saradadevi.
This comes up in today’s discussion
Various events in Sarada Maa’s life, along with her kindness to all living beings as well as her rule and her rebuke of Swami Vivekananda for selling the land of Belura Math to cure the plague, emerge.
Editor of Ramakrishna Mission, Nabadwip, Swami Amareswaranandji said that as per the pre-arranged schedule, a special Homajj, along with puja lessons, and a discussion on Sarada Maa started at Ramakrishna Mission from this morning.
In the evening, a musical program has been arranged, performed by singer Swami Sivadhishananda, Ramakrishna Mission, Narendrapur.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights