ভারতরত্ন লতা মঙ্গেশকর স্মরণে শ্রদ্ধাঞ্জলি


বলরাম হালদার ,পুরুলিয়া:-এক প্যায়ার কা নাগমা হ্যা। মঙ্গল দ্বীপ জ্বলে এরকম কালজয়ী গান আর হয়তো সরাসরি শুনতো পাবো না আমরা।সবই স্মৃতি হয়ে থাকবে সকলের মনে।সুরসম্রাঞ্জী, ভারতরত্ন লতা মঙ্গেশকর স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বলরামপুর জার্নালিস্ট ক্লাব। সোমবার বলরামপুর চকবাজারে সুরসম্রাঞ্জী, ভারতরত্ন লতা মঙ্গেশকর এর স্বরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বলরামপুর জার্নালিস্ট ক্লাব।শ্রদ্ধাঞ্জলি জানতে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ, বলরামপুর বি এম ও এইচ সৌমেন মণ্ডল, বলরামপুর জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন সকলেই সুরসম্রাঞ্জী লতা মঙ্গেশকর এর ছবির সামনে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights