রানাঘাট লোকসভার জনতার রায় স্ট্রংরুমে


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/9Nmng_U_9QM” align=”center”][vc_column_text]রানাঘাট লোকসভার জনতার রায় স্ট্রংরুমে বাক্সবন্দী। অভিযোগ স্টং রুমে ঢুকতে বাধা বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে পাশাপাশি একই অভিযোগ মুকুটমণি অধিকারীর। জগন্নাথ সরকার বলেন গতকাল তিনটের সময় সিলিং করে চলে যাওয়ার পর আরো সাহেব এবং রানাঘাট প্রশাসক ভিতরে ঢুকতে দিচ্ছেন না। এরপর মিডিয়া আসতেই ভিতরে ঢুকতে গিয়ে দেখেন পাঁচটি ক্যামেরা বন্ধ রয়েছে। এক্ষেত্রে তিনি আরো বলেন নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে কেন্দ্রীয় কমিশনের জন্য দিকে দৃষ্টি আকর্ষণের জন্য জানান তিনি। একই অভিযোগ রানাঘাট মহকুমা শাসকের দিকে, আইনগত অনুমতি থাকা সত্ত্বেও প্রথমে বাধাপ্রাপ্ত হন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। তিনি বলেন অনুমতি থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এরপর রাত সাড়ে আটটা নাগাদ তিনি যখন ভিতরে ঢুকতে যান সেই সময় দেখতে পান পাঁচটি ক্যামেরা বন্ধ রয়েছে। জগন্নাথ চ্যাটার্জি গোপনে ঢুকতে দেওয়া হলেও মুকুটমণিকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এক্ষেত্রে রানাঘাট মহকুমা শাসককেই দুষছেন মুকুটমনি অধিকারী।[/vc_column_text][/vc_column][/vc_row]

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights