অনুষ্ঠিত হতে চলেছে বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে পুরীতে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এর ১৫০ তম আবির্ভাব তিথি অনুষ্ঠান


ইন্দ্রজিৎ আইচঃ বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে পুরীতে অনুষ্ঠিত হতে চলেছে ” শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এর ১৫০ তম আবির্ভাব দিবস। সেই উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মঠে (মিশনে) এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। এই সন্মেলনে গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি শ্রীমদ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ জানালেন এই গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এর ১৫০ এর আবির্ভাব তিথি অনুষ্ঠানে র শুভ সূচনা হবে পুরীতে। আগামী ২০ শে ফেব্রুয়ারি ২০২২ রবিবার পুরীতে সকাল ১১ টায় এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত থাকবেন উড়িষ্যার রাজ্যপাল গনেশি লাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই সাংবাদিক সম্মেলনে ভক্তিনিষ্ঠা মধুসূদন মহারাজ ( সহ সম্পাদক ) জানালেন প্রভুপাদ-এর ১৫০ তম আবির্ভাব তিথি চলবে সারা দেশবিদেশে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতী মহারাজ, ঋষিকেস মহারাজ ও আমরা সকলেই। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পি আই বি র প্রাক্তন নির্দেশক শান্তনু পালধী। উল্লেখ করা যেতে পারে প্রভুপাদ এই বাগবাজারে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন। প্রভুপাদই প্রথম ভারতীয় যিনি ধর্ম কে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে গিয়েছিলেন। ইউরোপের বুদ্ধি জীবীরা ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু তার শিষ্য ছিলেন। এই গৌড়ীয় মিশনে প্রভুপাদ এর আলাদা গ্যালারী আছে। তার ব্যাবহার করা জিনিসপত্র ও তাঁর মূর্তি আছে। ২০১৩ সালে পৃথিবীতে প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৬ সালে এই মিউজিয়াম এর কাজ দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে এই মহাপ্রভু মিউজিয়াম এর উদ্বোধন করেন এই বাঙলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিউজিয়ামে মহাপ্রভুর দুষ্প্রাপ্য নিজের হাতে লেখা, ব্যবহার করা নানা জিনিস, পুঁথি পত্র সব স্থান পেয়েছে। বর্তমানে সারা ভারতবর্ষে ও সারা বিশ্বে ৬৪ টা গৌড়ীয় মঠ বা মিশন রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights