নবদ্বীপ সরকারি ড্রেনের সম্প্রসারণের কাজ চলাকালীন বাড়ির বারান্দার একাংশ ভেঙে গুরুতর আহত চার শ্রমিক


গোপাল বিশ্বাস-নদীয়া- সম্প্রতি নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় হাইড্রেনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বর্তমানে এই কাজ চলছে শহরের ঢপওয়ালি মোড় থেকে রামসীতা পাড়া সংযোগ কারী রাস্তায়, আর মঙ্গলবার এই রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেলো বিপত্তি। যার যেরে গুরুতর আহত চার শ্রমিক। সুত্রের খবর এদিন সকালে ড্রেন সম্প্রসারনের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা, পাসেই একটি দোতালা বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ হুড় মুড়িয়ে ভেঙে পরে। ঘটনাস্থলেেই চাপা পরে যায় শ্রমিকেরা, অন্যান্য শ্রমিকেরা তরিঘরি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তিকরে চিকিৎসা শুরু হশ, বাকীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়, আহত শ্রমিক সাহাজাত মন্ডল জানান কাজ করতে করতে হঠাৎ করেই এই দূর্ঘটনা ঘটে কিছু বুঝে ওঠার আগেই সবটা ঘটে যায়, হাসপাতালে আমাকে ভর্তি করতে চেয়েছিল কিন্তু আমি একটু সুস্থ বোধ করায় চলে এসেছি, তিনি যানান তার মাথায়,পাশে হাতে আঘাত লেগেছে। জানা যায় আহত চার শ্রমিকের বাড়ি নবদ্বীপ ব্লকের আনন্দবাস এলাকায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights