নদীয়ায় স্বজন পোষণ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে,পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের


গোপাল বিশ্বাস-নদীয়া- নদীয়ার শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের ওপর স্বজন পোষণ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে,পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষভশুধু নয়, তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান স্বজন পোষণ করছে। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে তাহলেই মিলবে বেতন বৃদ্ধির টাকা। যদিও চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন এরকমভাবে অবস্থান-বিক্ষোভে বসবেন তারা, এবং দরকার পড়লে কর্ম বিরতি ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি, তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান,অস্থায়ী কর্মীদের অনেক দাবি আছে। তবে পৌরসভার বি ও সির সভায় ৪ জনের বেতন বাড়ান হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতেই, এই কথা তিনি শিকার করেছেন। যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছেনা এই কথাও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক।তবে চেয়ারম্যান বর্তমানে পৌর সভায় না থাকায় এই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights