ঐকতান এর রক্তদান শিবির


ইন্দ্রজিৎ আইচঃ আজ রাসবিহারী এভিনিউ এর যতীন বাগচি রোডের কাছে ঐকতান এর আয়োজনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশীষ কুমার। তিনি ঐকতানের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। বিশেষ ভাবে সক্ষম ১০ জন শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন দেবাশীষ কুমার। শুভেচ্ছা জানিয়েছেন ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু ও পশ্চিমবঙ্গ মাইনরিটির ফোরামের প্রেসিডেন্ট জাহির হোসেন। এক সাংবাদিক সম্মেলনে ঐকতান এর পক্ষ থেকে জানানো হয় আজ হেল্থ পয়েন্ট এর সহযোগিতায় ৬০ জন রক্তদান করেন। এটা তাদের দ্বিতীয় বছর। ঐকতান এই ভাবে সারা বছর নানা সমাজসেবা মূলক কাজ করে যেতে চায়।তাদের সদস্য সংখ্যা মাত্র ১২ জন। আজ এই অনুষ্ঠানে প্রয়াত লতা মঙ্গেশকর কে স্বরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও প্রয়াত শিল্পীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় সকলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights