[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/QvgiUqlDYAo” align=”center”][vc_column_text]মালদা: টিপাজানি মৃণাল ক্রান্তি স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক নক আউট ফুটবল টুর্নামেন্ট। কোতুয়ালী নেতাজি ময়দানে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নিয়েছিল। রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন জগতের খ্যাতনামা শিল্পী সুস্মিতা দে। তবে তিনি মানুষের কাছে কথা নামেই পরিচিত। জানা যায় দিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় সুজাপুর এবং হবিবপুর।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!