সংস্কৃতি মূলক সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত হল বিড়লা একাডেমি অফ্ আর্ট এন্ড কালচার


Thank you for reading this post, don't forget to subscribe!

সেদিনের সন্ধ্যাটা ছিল একেবারেই অন্যরকম, নাচে-গানে ভরপুর হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারের সভাগৃহ। আয়োজনে Accord অ্যাডভার্টাইজিং। বিজ্ঞাপন জগতে যাদের নাম নতুন করে তুলে ধরার অপেক্ষা রাখেনা। এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল প্রয়াস গ্রুপ। এদিনের সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন দুই কালজয়ী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় সঙ্গে অভিনেতা ইন্দ্রাশিস রায়। এ ছাড়াও হাজির ছিলেন ক্রিকেটার জয়দীপ ভট্টাচার্য। সংস্থার পক্ষ থেকে এই চার সম্মানীয় অতিথিদের উত্তরীয়, পুষ্প স্তবক, মেমেন্টো ও বিশেষ উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর ৫০ থেকে ৯০ দশকের ভারতীয় সিনেমার জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন Swaralajhari গ্রুপ। গানের পালা শেষ হতে না হতেই এবার নৃত্যায়ন ড্যান্স একাডেমির সঞ্চিতা দত্তের পরিবেশনায় আয়োজন করেছিল মনোরম নৃত্যানুষ্ঠান। এই অস্থির অবস্থার মধ্যেও সংস্কৃতি প্রেমী মানুষের কাছে নতুন করে বাঁচার অক্সিজেন হয়ে উঠেছিল এই সংস্কৃতি মূলক সাংস্কৃতিক সন্ধ্যা।

 

About The Author


Verified by MonsterInsights