শ্রী অগ্রসেন জয়ন্তী উদযাপন সমাপ্ত / Shri Agrasen Jayanti celebrations concluded


নিজস্ব প্রতিবেদনঃ শ্রী অগ্রসেন স্মৃতি ভবনের পক্ষ থেকে ভবনের মিলনায়তনে মহারাজা অগ্রসেন জয়ন্তী অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়েছিল। অল ইন্ডিয়া মাড়োয়ারি কনফারেন্সের সভাপতি শ্রী শিব কুমার লোহিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি আগরওয়াল সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট রণজিৎ কুমার আগরওয়াল। তিনি শিশুদের উৎসাহ দিতেন। সমাজসেবক শ্রী মহেশ চন্দ্র শাহকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভানানের ট্রাস্টি ওম প্রকাশ হারলালকা। অনুষ্ঠানে আগরওয়ালের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণ, রৌপ্য ও উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। বিল্ডিং মন্ত্রী শ্রী প্রভুদয়াল আগরওয়াল ভবনের কার্যক্রমের সমাধান উপস্থাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মন্ত্রী শ্রী সুরেন্দ্র কুমার চামারিয়া এই অনুষ্ঠান। এই কর্মসূচি সফল করতে শ্রী বালচাঁদ হরলালকা, শ্রী সীতারাম জালান, শ্রী রতন খারকিয়া, শ্রী ওম প্রকাশ সায়মা, শ্রী রাজীব কুমার অগ্রতন, শ্রী যুগল কিশোর পোদ্বার এবং অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভবনের ট্রাস্টি শ্রী অরুণ চুড়িওয়াল, শ্রী বিশ্বনাথ সেক্রিমা এবং শ্রী ব্রহ্মানন্দ আগওয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শ্রী অগ্রসেন জয়ন্তী শোভা যাত্রা হরিয়ানা ভবন (গিরিশ পার্ক) থেকে শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে শ্রী অগ্রসেন স্মৃতি ভবনে পৌঁছায়। শ্রী দীনদয়াল ধানানিয়া, শ্রী ধানশ্যাম শোভাসারিয়া, শ্রী শঙ্করলাল কারিওয়াল, শ্রী বাবুলাল ধনাতিয়া, শ্রী দ্বারকা প্রসাদ আগরওয়াল প্রমুখ শোভাযাত্রায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন।

Own Report: Maharaja Agrasen Jayanti was celebrated with great fanfare on behalf of Sri Agrasen Smriti Bhavan in the auditorium of the building. All India Marwari Conference President Shri Shiv Kumar Lohia inaugurated the programme. He highlighted the role of the Agarwal community. Ranjit Kumar Agarwal, President of the Institute of Chartered Accountants of India, was the chief guest on the occasion. He used to encourage children. Samajsevak Shri Mahesh Chandra Shah was honoured for his contribution to various fields of society. Vanan Trustee Om Prakash Harlalka presided over the function. Meritorious students of Agarwal were awarded gold, silver and encouragement awards at the event. Buildings Minister Shri Prabhudayal Aggarwal presented the solutions for building activities. Assistant Minister Shri Surendra Kumar Chamaria presided over the program. Shri Balchand Harlalka, Shri Sitaram Jalan, Shri Ratan Kharkiya, Shri Om Prakash Saima, Shri Rajeev Kumar Agrathan, Shri Jugal Kishore Podwar and other members played important roles in making this program successful. Trustees of the building Shri Arun Churiwal, Shri Vishwanath Sekrima and Shri Brahmananda Agwal were present on the occasion. A colourful procession was organized in the morning before the ceremony. This Sri Agrasen Jayanti Shobha Yatra starts from Haryana Bhavan (Girish Park) and reaches Sri Agrasen Smriti Bhavan through various routes. Shri Deendayal Dhanania, Shri Dhanshyam Shovasaria, Shri Shankarlal Kariwal, Shri Babulal Dhanatiya, Shri Dwaraka Prasad Agarwal etc. played special roles in the procession.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights