কেরলের ক্রিসচান হাসপাতালের ধাঁচে এ রাজ্যে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ / An initiative to build a hospital in the state on the model of Christian hospital in Kerala


সমাজের গরীব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কেরলের ক্রিসচান হাসপাতালের আদলে এ রাজ্যে গরীব মানুষদের জন্যে হাসপাতাল তৈরি করবে বলে জানালেন সদ্য দেশের ক্রিস্টিও চার্চ গুলির নেতৃত্বে উঠে আসা ‘দা মেট্রোপলিটন’ মরন মোর স্যামুয়েল থিওফিলার্স। কলকাতার সাইনসিটি অডিটোরিয়ামে কলকাতা আর্চ ডায়াসেস অফ বিলিভার্স ইস্টার্ন চার্চ এর উদ্যোগে এই নতুন পদে আসার জন্য মোর থিওফিলাসকে সম্বর্ধনা জানানো হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। খ্রিস্টান ধর্মগুরু ছাড়াও হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুর ও বিশিষ্ট মানুষরা তাকে ফুল, মানপত্র ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান। পরে সাংবাদিকদের থিওফিলাস বলেন, ভারতবর্ষ দারিদ্র দূরীকরণ এবং মানুষের সার্বিক উন্নয়নে আগের থেকে অনেকটাই এগিয়েছে। তার পরেও মানুষের উন্নয়ন এখনো অনেকটাই বাকি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক শিক্ষা বিস্তারেও এখন থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে চার্চ গুলি। বিশেষ করে শিশু শিক্ষার প্রসারে তারা বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি বিধবা মায়েদের উন্নয়ন, সকলের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা ও বিপর্যয় মোকাবিলায় ত্রাণ ও সহযোগিতার নিয়ে তারা মানুষের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়বেন। বিলিভার্স ইস্টার্ন চার্চের উদ্যোগে তারা এ রাজ্যে গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসার জন্যে হাসপাতাল তৈরি করতে চায়। প্রাথিমিকভাবে ভাবা হয়েছে কেরলের ক্রিসচান হাসপাতালের এক্সপ্যানশান করা হবে এ রাজ্যে। তার জন্যে জমি দেখার কাজ চলছে।

To provide free medical services to the poor and backward people of the society, they will build a hospital for poor people in this state on the model of Kerala’s Christian Hospital, said ‘The Metropolitan’ Moron More Samuel Theophilus, who has emerged as the leader of the Christo Church in the country. Mor Theophilus was felicitated for his new position at the Science City Auditorium in Kolkata with a grand ceremony organized by the Calcutta Archdiocese of Believers Eastern Church. In addition to the Christian clergy, religious leaders of various religions including Hindus, Buddhists and prominent people greeted him with flowers, standards and greetings. Later, Theophilus told reporters that India has progressed a lot in eradicating poverty and overall development of people. Even after that, there is still a lot of human development left. Churches are going to take important steps from now on to spread social education among the backward people of the society besides making them financially self-reliant. They have taken several new schemes, especially for the promotion of child education. Besides, they will jump to the rescue of people with the development of widowed mothers, provision of purified drinking water for all, free medical facilities and relief and cooperation to deal with disasters. Under the initiative of Believers Eastern Church, they want to build a hospital for free treatment of poor people in this state. It was initially thought that the expansion of the Christian Hospital in Kerala would be done in this state. The work of viewing the land for him is going on.

 

 

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights