দ্য  ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলন


ইন্দ্রজিৎ আইচঃ 2022- 23 এর দ্য  ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট অফ ইন্ডিয়ার (ICAI) নতুন প্রেসিডেন্ট হয়েছেন সি এ (ড) দেবাশীষ মিত্র ও ভাইস প্রেসিডেন্ট সি এ অঙ্কিত সুনীল তালাতি। সেই উপলক্ষে সম্প্রতি স্বভূমির রাসমঞ্চে এক সাংবাদিক সম্মেলনে সিএ ডঃ দেবাশীষ মিত্র জানালেন গত ডিসেম্বরে মাসে সি এ পরীক্ষা দিয়েছেন চার লাখ ছাত্র ছাত্রী। বহু ছেলে মেয়েরা এখন সি এ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।যদিও খুব শক্ত এই লেখাপড়া। এই মুহূর্তে আমাদের সিএ মেম্বার হলেন তিন লক্ষ চল্লিশ হাজার। এই মুহূর্তে সি এ পড়ছে সারা ভারতবর্ষে সাত লাখ ছাত্রছাত্রী। এই সাংবাদিক সম্মেলনে এই প্রতিবেদক এর এক প্রশ্নের উত্তরে ভাইস প্রেসিডেন্ট সি এ অঙ্কিত সুনীল তালাতি জানালেন আমাদের সিএ তে 5টি রিজিওনাল কাউন্সিল আছে। 164 টা শাখা আছে। মোট 44 টা চ্যাপ্টার আছে ও 29 টা রিপ্রেসেনটিটিভ অফিস আছে। এই মুহূর্তে এই সি এ প্রফেসনে কেউ পাস করে বসে নেই। কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা মাইনের চাকরি পাবেন যে কোনো কোম্পানীতে। ভারতের নতুন অর্থনীতিবর্ষে কোভিড 19 পেণ্ডামিক এর পরও এক মাত্র এই সি এ প্রফেসনে খুব ভালো ফিউচার আছে নতুন জেনারেশন এর ক্ষেত্রে।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি এ দেবায়ন পাত্র, সুমিত বিনানি, রবি কুমার পাত্র, রঞ্জিত কুমার আগারওয়াল,সুনীল কুমার শাহ, সুশীল কুমার গোয়েল, হরিরাম আগারওয়াল সহ অনেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights