রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনা মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/xwzhpfx4Eps” align=”center”][vc_column_text]সুমিত ঘোষ,মালদা: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনা মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে। পুলিশের সাথে ধস্তাধস্তি মৃতের পরিবারের। যদিও পড়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে মালদার মানিকচক থানার বড় বাগান এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। পেশায় তিনি একজন টোটোচালক। আজ ভোররাতে সামান্য জ্বর নিয়ে পরিবারের সদস্যরা তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অভিযোগ ভর্তি করার পর শফিকুল ইসলাম সুস্থ ছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসকদের তেড়ে গিয়ে মারতে যাই পরিবারের সদস্যরা। ঠিক তখনই পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরে কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাই। পরিবারের অভিযোগ কর্তব্যরত চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে তাদের পরিবারের সদস্যকে নাক টিপে মেরে ফেলেছে। তবে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা গ্রামীণএই বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ জানেন বিষয়টি তিনি শুনেছেন তদন্ত করে দেখছেন । ইতিমধ্যে বিষয়টি প্রশাসনিক লেবেলে জানানো হয়েছে।
বাইট –
১) মৃত যুবকের দাদা বরকত আলী।
২) গ্রামবাসী শামীম শেখ।
৩) মৃত যুবকের দিদি।
৪) বি এম ও এইচ[/vc_column_text][/vc_column][/vc_row]

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights