এবার বিদ্যালয়ে থ্রেট কালচার


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/Z45LQxM9NQg” align=”center”][vc_column_text]সুমিত ঘোষ,মালদা: এবার বিদ্যালয়ে থ্রেট কালচার। মিড ডে মিল সহ স্কুলের একাধিক দুর্নীতির প্রতিবাদ। আর এই দুর্নীতির প্রতিবাদ করায় হল অপরাধ। দুই দ্বাদশ শ্রেণীর ছাত্রকে পুলিশ দিয়ে জেলে ভরে দেওয়া হবে সহ একাধিক থ্রেট দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এখানেই শেষ নয় প্রধান শিক্ষকের এই থ্রেট কালচার সহ্য করতে না পেরে এই রাজ্য ছেড়ে মেঘালয়ে পালিয়ে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় এক ছাত্র বলে অভিযোগ পরিবারের। আরো এক ছাত্রকে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ফরম ফিলাপ করতে না দেওয়ায় তার ছাত্র জীবন এখন অন্ধকারে। প্রতিবাদে ওই ছাত্র সহ মৃত ছাত্রের পরিবার মালদা শিক্ষা ভবনের নিচে বসলেন ধরনায়। জানা যায় মালদার গাজলের একটি সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র প্রদীপ মার্ডি এবং প্রসনদেব সরকার। স্কুলের একাধিক দুর্নীতির প্রতিবাদ করেছিল তারা দুইজন। প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাদের নানারকম ভাবে হেনস্থা এবং থ্রেট দিতে শুরু করে বলে অভিযোগ। দুই ছাত্রকেই উচ্চমাধ্যমিকে বসার রেজিস্ট্রেশন এর ফরম ফিলাপ করতে দেওয়া হয়নি। পুলিশ দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। বাধ্য হয়ে প্রদীপ মার্ডি, মেঘালয় পালিয়ে যাই। সেখানে আত্মহত্যা করে সে। এই মৃত্যুর সুবিচার এবং প্রসুন দেব সরকারের ছাত্র জীবন অন্ধকারে চলে যাওয়ায় প্রতিবাদে আজ তারা এই ধরনা মঞ্চে বসেছেন বলে জানান। বিষয়টি নিয়ে তারা শিক্ষা দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছে। কিন্তু কোন সূরাহা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। এর জন্য আইন আছে দরকার পড়লে আইনি ভাবে ওরা যেতে পারে। থ্রেট কালচারের কথা যেটা বলা হচ্ছে সেটা আমি নয় এই স্কুলেরই একজন শিক্ষক তাজু হোসেন সেটা চালাচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক। তৃণমূলের আমলে ভয়ংকর পরিস্থিতি হয়েছে। তৃণমূল আমলে সব সম্ভব বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরির। বাংলায় থ্রে কালচার বলে কিছু নেই এখানে মানুষের শাসন চলে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডুর।
বাইট –
১) ছাত্র প্রসন দেব সরকার।
২) মৃত ছাত্রের মা বাহা হেমরম
৩) মৃত ছাত্রের বাবা লক্ষীরাম মারি
৪) সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক মোহাম্মদ তাজু হোসেন।
৫) সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস।
৬) মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু।
৭) বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী।[/vc_column_text][/vc_column][/vc_row]

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights