[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/yo-r3kplBks” align=”center”][vc_column_text]প্রতি বছরের ন্যায় এবছর মন্মথপুর প্রনব মন্দিরের আয়োজনে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে। এবছর সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ভাই হীন বোনদের মনে হাসি ফোটাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের বরেণ্য প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৯তম গৌরবময় আবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯জন ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে এই মহতি মহোৎসব সুসম্পন্ন হয়। মন্মথপুর প্রনব মন্দিরের এই মহতি অনুষ্ঠান সম্পূর্ণ ভাবে ভাইফোঁটার রীতি নীতি ও সংস্কার মেনে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দিয়ে তাঁদের মিষ্টি মুখ করায়। সামগ্রীক উপাচার হিসাবে বোনেরা ভাইদের হাতে শ্রীকৃষ্ণ বই তুলে দেয়। অন্যদিকে ভাইয়েরা বোনেদের হাতে নবদূর্গা বই উপহার হিসাবে তুলে দেয়। এই মহতি অনুষ্ঠানে ভাই বোনেদের সাথে তার মা বাবারা ভীষণ খুশি হোন। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার বিজননগর গ্রামে অনুষ্টিত হয় এই গন ভাইফোঁটার অনুষ্ঠান।
Thank you for reading this post, don't forget to subscribe![/vc_column_text][/vc_column][/vc_row]