বাজারে এলো বিথসোল এলকালাইন হেল্থলি ওয়াটার


ইন্দ্রজিৎ আইচঃ আজ বাজারে এলো বিথসোল এলকালাইন হেল্থলি ওয়াটার। দক্ষিণ কলকাতার টলিক্লাবে এই বিথসোল এলকালাইন হেল্থলি ওয়াটারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা করপোরেশনের মেয়র ফিরাদ ববি হাকিম। ছিলেন মেয়র পারিষদ তারক সিং, ১১৯ নম্বর ওয়ার্ড এর পৌরমাতা কাকলি বাগ, ৮৭ নম্বর ওয়ার্ড এর পৌরমাতা মনীষা বোস, কোম্পানির সিইও এ বোস, কোম্পানীর এম ডি সঞ্জীব রাঠি, ইস্টার্ন ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটার সৌরভ রায়। মাননীয় মেয়র
ববি হাকিম উদ্বোধন করে জানালেন এই ধরনের জল স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, কারণ এই জল শরীররের রোগ প্রতিরোধক এর কাজ করে। আমি আশাবাদি যে এই পানিয় জল করোনার সময় মানুষের স্বাস্থ্যের অনেক ইমিউনিটি বাড়াবে। এক সাংবাদিক সম্মেলনে বিথসোল কোম্পানির সিইও এ বোস জানালেন কোরিয়াতে এই বিথসোলের মেনুফ্যাকচারিং হচ্ছে। দুটি মডেল আমাদের লঞ্চ হলো আজ। ৭ প্লেটের মডেল এর দাম ১ লক্ষ ৮০ হাজার টাকা, ৯ প্লেটের মডেলের দাম ২ লক্ষ ১০ হাজার টাকা। যে কেউ এটা ইএমআই দিয়ে কিনতে পারেন। তিন বছরের ওয়ারেন্টি থাকবে। চলবে ২০ থেকে ২৫ বছর। এই কোম্পানির এমডি সঞ্জীব রাঠি জানালেন যাদের সুগার, হার্টের ও এসিডিটির সমস্যা আছে তাদের এই বিথসোল ওয়াটার খুব কাজে লাগবে। এমনকি ক্যানসার রোগীরর ক্ষেত্রে বিথসোল এলকালাইন হেল্থলি ওয়াটার খুব গুরুত্বপূর্ণ। এই জল খেলে দেহের বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে যাবে। আমি দাবি করছি বাজারে যে সব জল পাওয়া যায় বা বিক্রি হয় সেইগুলির থেকে এই বিথসোল ১০০% সুরক্ষিত ও পূর্ব ভারতে আরো জনপ্রিয়তা বাড়বে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights