গঙ্গাসাগর মেলায় পরিবেশ রক্ষায় প্রশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপ: রক্ষক ফাউন্ডেশনের সঙ্গে ‘গ্রীন গঙ্গাসাগর’ উদ্যোগ / Pledging Green Ganga Sagar – Significant Steps Taken by Administration 24 Parganas with Rakshak Foundation


কলকাতা, ১১ জানুয়ারি, ২০২৫ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবং রক্ষক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ‘গ্রীন গঙ্গাসাগর’ প্রকল্পের সফল সূচনা হয়েছে। রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা করেছেন। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। এই মেলায় রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্লাস্টিক বর্জ্য কমানোর গুরুত্ব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের বার্তা ছড়িয়ে দিয়েছেন। রক্ষক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চৈতালি দাস বলেন, “গত পাঁচ বছর ধরে আমরা প্রশাসন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে পরিবেশবান্ধব চর্চা প্রচারে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগ আমাদের টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সুজয় কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেডি বিরলার ছাত্রছাত্রী, এবং রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

Kolkata, 11th January 2025 — The Administration of South 24 Parganas, in collaboration with Rakshak Foundation, successfully launched the Green Ganga Sagar initiative during the Ganga Sagar Mela. Volunteers from the Rakshak Foundation actively participated in promoting environmental awareness, distributing eco-friendly bags, collecting plastic waste, and marching with placards to raise consciousness about the importance of sustainable practices. The Ganga Sagar Mela draws large numbers of visitors, The volunteers & students from Rakshak Foundation are instrumental in educating visitors on the importance of reducing plastic waste and encouraging eco-friendly alternatives during the event. Chaitali Das, Founder of Rakshak Foundation said, “Our commitment to promoting greener practices which we have been doing for the past 5 years collaborating with the administration and local communities. The occasion was graced by Dr Sujay Kumar Biswas, District Officials, students of JD Birla, and volunteers of the Rakshak Foundation.

About The Author


Verified by MonsterInsights