গোপাল বিশ্বাস, নদীয়া:- শান্তিপুর পৌরসভা নির্বাচনের অবজারভার পাপিয়া রায় চৌধুরী জানান এখনো পর্যন্ত 11 টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন কোন সমস্যা নেই, একটি ভোট কেন্দ্রে ইভিএম সমস্যা থাকলেও তা সমাধান হয়ে যায় দ্রুত। পর্যাপ্ত আলোর জন্য বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন। বিশেষভাবে সক্ষম দের ব্যালটের মাধ্যমে এবার ভোট গ্রহণ হচ্ছে না তাই, ramp অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু অত্যন্ত উঁচু হওয়ায় তা নিয়ে সমস্যা দেখা দেয় তবে পার্শ্ববর্তী সিঁড়ি ব্যবহার করার নির্দেশ দেন অবজারভার। তার সান্নিধ্য আমরা পাই শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এখানে চারটি ভোট কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে ভোট দিতেয় আসেন শান্তিপুর পৌরসভার প্রাক্তন সহকারি প্রশাসক শুভজিৎ দে। তিনি বলেন সকালবেলায় 176 নম্বর বুথে সামরিক ইভিএম বিকলে হয় কিন্তু তা পরবর্তীকালে সমাধান হয়। তিনি কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও, আট নম্বর ওয়ার্ডের ভোটার, তাই নিজের কেন্দ্রে ভোট শুরু হওয়া মাত্র তিনি ভোট দিতে এসেছেন সকাল সকাল। অন্যদিকে সকাল থেকেই বুথে উপস্থিত বাম প্রার্থী তানিয়া মুখার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুপা কর, বিজেপির পক্ষ থেকে সঞ্চিতা মন্ডল। তারা প্রত্যেকেই জানিয়েছেন প্রথম ভোটের ক্ষেত্রে একটু সমস্যা হলেও পরবর্তীতে তা সমাধান হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!https://youtu.be/O3ailLBKTaU

