নদীয়ার পায়রাডাঙ্গায় রেল অবরোধ করলো ভারতীয় জনতা পার্টি। নির্বাচন হয়নি গণতন্ত্র লুঠ হয়েছে,যথেচ্ছ ছাপ্পা ভোট মেরেছে রাজ্যের শাসক দল।এই অভিযোগ তুলে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বনধে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভ অবরোধ।সোমবার সকালে বিজেপির পক্ষ থেকে নদীয়ার পায়রাডাঙ্গা রেল স্টেশনের সামনে অবরোধে বসে বিজেপির নেতা কর্মীরা। এর ফলে রানাঘাট শিয়ালদহ শাখায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন।সপ্তাহের প্রথম দিন ট্রেন অবরোধের ফলে বিপাকে পরে নিত্য যাত্রীরা।এরপর আর পি এফ ও জি আর পির হস্তক্ষেপে রেল অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা।অবরোধ কর্মসূচী চলে প্রায় আধ ঘন্টা।
Thank you for reading this post, don't forget to subscribe!