ক্রিস্টফার রোডে খুলে গেলো ১৫০০ স্কোয়ার ফুটের কলকাতায় প্রথম ইন্ট্রিগিউ হোম এর নতুন শোরুম


ইন্দ্রজিৎ আইচঃ  চায়না টাউন এ বেজিং রেস্টুরেন্টের পাশে খুলে গেলো ১৫০০ স্কোয়ার ফুটের ঝা চকচকে নতুন শোরুম ইন্ট্রিগিউ হোম। এই শোরুমের উদ্বোধন করেন বিখ্যাত ডিজাইনার ও মডেল লোপামুদ্রা মন্ডল। ছিলেন ইন্ট্রিগিউ হোমের দুই কর্ণধার শ্রুতি দুগার ও বিপুল দুগার। এক সাংবাদিক সম্মেলনে শ্রুতি দুগার জানালেন আমাদের এই শোরুম এই প্রথম কলকাতায় চালু হলো। আমাদের এখানে পাওয়া যাবে আমাদের নিজস্ব বিছানার চাদর, পিলো কভার, বিভিন্ন টাওয়াল, দোহার, এম্বয়ডারী বিভিন্ন চাদর, বেড কভার, জেকাড, এজিপসন কটন, কুশন, ডেক, পিলো সহ ১০০ রকম আইটেম। আমাদের প্রতিটা জিনিসের মান খুব উন্নতমানের ও নতুন ধরনের ডিজাইন আছে। দাম ২৫০০ থেকে শুরু, ৩০০০০ হাজার দামের জিনিসও পাওয়া যাবে। বিপুল দুগার জানালেন আমরা ২৫ বছর ধরে টেক্সটাইল ব্যবসায় আছি। আমাদের এখানে সুন্দর পরিবেশে যে কোনো কাস্টমার আসতে পারবেন ও গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। আগামীদিনে এই শোরুম কলকাতায় অন্যান্য জায়গায় করার পরিকল্পনা রয়েছে। ডিজাইনার ও মডেল লোপামুদ্রা মন্ডল জানালেন আমার এখানে এসে খুব ভালো লাগছে। এই ইন্ট্রিগিউ হোম কলকাতার তথা সারা ভারতের খুব উন্নতমানের টেক্সটাইল এর ব্যাবসাদার। বহু বছরের ফ্যামিলি বিজনেস এনাদের। এখানে খুব সপিস্টিকেটেড কাস্টমার আসেন ও আসবে আসা করি। কারণ খুব উন্নতমানের, রুচিশীল ,নিত্য নতুন ডিজাইনের বেডসীট, বেড কভার থেকে ট্রুস বক্সিং গিফ্ট আইটেম পাওয়া যাবে সুলভ মূল্যে। সঠিক দাম, গুণমান ও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই নতুন শোরুম আগামীদিনে খুব ভালো ব্যাবসা করবে বলে মনে করি।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights