পুরভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ


মালদাঃ—পুরভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংরেজবাজার। পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় বুধবার রাতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ওই তৃণমূলের বিজয়ী প্রার্থীর দিকে। ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হন দুলাল সরকার। যদিও ২১ নম্বর ওয়ার্ডে পরাজিত হন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। এরপরই বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নরেন্দ্রনাথ তিওয়ারির অভিযোগ, দলেরই একটি বিজয় মিছিল থেকে তার ওপর হামলা করা হয়। তার ভাই, ছেলে ও পরিবারের ওপরও হামলা হয়। নির্বাচন ঘোষণা ও প্রার্থী মনোনয়নের সময় থেকেই তিনি দলের অন্দরে ষড়যন্ত্রের স্বীকার বলে অভিযোগ করে এসেছেন। এই ঘটনার পরও একই অভিযোগ করেছেন তিনি । এদিকে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে এলাকায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights