বলরামপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান গঠনের আগে কড়া পুলিশি নিরাপত্তা

বলরাম হালদার এর রিপোর্টঃ বলরামপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচনে ভোট পেয়ে বিজয়ী নব নির্বাচিত উপপ্রধান। বৃহস্পতিবার দিন উপপ্রধান নির্বাচনে মোট আসন সংখ্যা ১৭ টি যেখানে তৃণমূল কংগ্রেসের ৯ জন সদস্য আর বিজেপির ৮ জন সদস্য উপস্থিত থাকার কথা ছিল। তবে এদিন বিজেপির প্রাক্তন উপপ্রধান দীপক বর্মা উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। প্রসঙ্গত গত ২০ ই জানুয়ারি বলরামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে ডাকা অনাস্থা প্রস্তাবে জয়ী হয়েছিল তৃণমূল। আজ বৃহস্পতিবার বলরামপুর পঞ্চায়েতে উপপ্রধানের নাম ঘোষণা করা হল।এদিন বলরামপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান গঠনের আগে কড়া পুলিশি নিরাপত্তার বিশেষ ব্যাবস্থা ছিল।যার ফলে শান্তিপূর্ন ভাবে উপপ্রধান গঠন সম্পন্ন হয়েছে।তবে এই নির্বাচনে ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে।তাই বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন কবিতা কুমার।যদিও এর আগে দলের সাধারণ সদস্যা ছিলেন বলে জানান তিনি খোদ নিজেই।এমনকি নব নিযুক্ত উপপ্রধান আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দল যেটা নির্দেশ দেবে তেমনি কাজ হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!