২০ থেকে ২২ শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে কবিতা উৎসব ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ পশ্চিমবঙ্গ কবিতা একাডেমী আয়োজনে রাজ্য তথ‍্য ও সংস্কৃতি বিভাগের পূর্ন সহযোগিতায় আগামী ২০ থেকে ২২ মার্চ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে কবিতা উৎসব ২০২২। কবিতা একাডেমী র নিজস্ব অফিস ঘরে এক সাংবাদিক সম্মেলনে কবিতা একাডেমী র সভাপতি কবি সুবোধ সরকার জানালেন মোট ৭টি হলে এই উৎসব হবে। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাগৃহ, বাংলা একাডেমী, চারুকলা পর্ষদ, নন্দন ৩, একতারা মুক্তমঞ্চ তে সম্পূর্ণ কোভিড স্বাস্থ্য বিধি মেনে এই উৎসব হবে। এবার স্বরচিত কবিতা পাঠ করবেন ২৫৯ জন কবি। আবৃত্তি করবেন ২৬৫ জন কবি। সঞ্চলনা করবেন ৩৮ জন।আমাদের এই উৎসব ২০ ই মার্চ উদ্বোধন করবেন মন্ত্রী বার্ত্য বসু। উপস্থিত থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কবিতা একাডেমির সদস্য রা। ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা প্রয়াত শঙ্খ ঘোষ ও অলোকরঞ্জন দাসগুপ্তর কবিতা নিয়ে আলোচনা করবেন। ওইদিন মেলার উদ্বোধনী মঞ্চে শত কণ্ঠে বিদ্রোহী কবিতা শোনাবেন ১০০ জন আবৃত্তিকার। দ্বিতীয়দিন ২১ শে মার্চ সোমবার নন্দন তিন এ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা প্রয়াত পবিত্র মুখোপাধ্যায় ও শম্ভু রক্ষিতের কবিতা নিয়ে আলোচনা করবেন। ২২ শে মার্চ উৎসবের শেষ দিন মঙ্গল বার থাকছে এক বিরাট আকর্ষণ। ওইদিন মেলার মঞ্চে কবিতা পাঠ করবেন ইউক্রেন এর কবি ইরিনা ভিকির চা। সেদিন বাংলা, হিন্দি, ইংলিশ, স্পেনিশ, ঊর্দু, আরবি, সংস্কৃত ভাষায় কবিতা পাঠ করবেন অনেক কবি। দেখানো হবে প্রয়াত আবৃত্তিকার গৌরী ঘোষ এর ওপর শর্ট ফিল্ম। আবৃত্তি একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য সুতপা বন্দ্যোপাধ্যায় জানালেন কুচবিহার, মালদা, পুরুলিয়া, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে বহু কবি আসছেন এবারের কবিতা উৎসবে।কবিতা একাডেমীর সচিব সমীর খামরাই জানালেন রোজ বিকেল ৫ টা থেকে এই উৎসব হবে।কবিতা পাঠের পাশাপাশি গান করবেন অনেকেই। সবমিলিয়ে জমে উঠবে তিনদিনের বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বন “কবিতা উৎসব” ২০২২।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights