সহদেব পরামানিক : ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি পালন স্বাস্থ্য দপ্তরের । ফাইলেরিয়া দূরীকরণে স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি বান্দোয়ান ব্লকেও বিশেষ কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দফতর। সে জন্য জেলায় ১৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত বিশেষ ‘গণঔষধ সেবন কর্মসূচি’ পালিত হল। প্রথম দিন ১৪ ই মার্চ সোমবার বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা গ্রামে অঙ্গনওয়াড়ি কর্মী কাজলি সহিস জানান তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে পাশে থেকে ফাইলেরিয়ার ওষুধ সেবন করাচ্ছেন ,এছাড়াও মানুষজনকে সচেতন করছেন ফাইলেরিয়া কি লক্ষণ কোথায় চিকিৎসা করাবেন এ বিষয়ে ছবি ও লিফলেট বিতরণ করেন । ফাইলেরিয়া রোগ কী? কী ভাবে ছড়ায়? স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, ফাইলেরিয়া বা গোদ মশাবাহিত একটি রোগ। হাত ফোলা, পা ফোলা, হাইড্রোসিল এই রোগের ফলেই হয়ে থাকে। কিউলেক্স মশা রোগটির জীবাণুর বাহক। তবে ধারক মানুষই। তবে রোগের প্রকাশে মূল ভূমিকা থাকে এক প্রকার কৃমির। পূর্ণবয়স্ক কৃমি আক্রান্ত ব্যক্তির লসিকাগ্রন্থির মধ্যে বাস করে।
Thank you for reading this post, don't forget to subscribe!