TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বুদ্ধভূমে গৃহযুদ্ধ’… ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১০ টায়

4c530195-eac7-4c34-af26-61852349bb65

১২ সেপ্টেম্বর ২০২৫। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি। কিন্তু তার আগে নেপাল দেখেছে অরাজকতার ছবি। গণঅভ্যূথানে জ্বলেছে গোটা দেশ। দেশের যুব সমাজ পথে নেমেছিল প্রধানমন্ত্রী কে পি সিং অলির দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর ২০২৫। ইঙ্গিতটা মিলেছিল সকালবেলা আর দুপুরেই বিদ্রোহের আগুন আছড়ে পড়েছিল সংসদ ভবনে। সংসদ ভবনের সব গেট খুলে দিয়েছিল সেনা। গেট খুলতেই জনস্রোত আছড়ে পড়েছিল সংসদ ভবনে। সেদিন অস্ত্র নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়েছিল বিদ্রোহীরা। সংসদ ভবনে বারবার বিস্ফোরণ। এসি, গ্যাস সিলিন্ডার থেকে একের পর এক বিস্ফোরণ। সেদিন ঘন্টার পর ঘন্টা ধরে সংসদ ভবনে আগুন জ্বলেছিল। বিদ্রোহের আগুন। ডাকা হয়েছিল সেনা বাহিনীকে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাড়ির বাইরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। বিক্ষোভের ঢেউ কাঠমান্ডুর বাইরেও ছড়িয়ে পড়েছিল। পোখরান, চিৎওয়ান, নেপালগঞ্জ সহ বহু এলাকায়। বিক্ষোভকারীরা দমতে নারাজ। পড়শিদেশে এত কাণ্ড! ছাপ ভারতেও পড়তে বাধ্য। বিশেষ করে এমন ঘটনা যখন এক নয়, একাধিক বার ঘটছে। ২০২২ সালে শ্রীলঙ্কা, ২০২৪ সালে বাংলাদেশ, তারপর ২০২৫ সালে নেপাল। কেন বারবার দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই ধরণের ঘটনা ঘটছে? এই পালাবদলের কী প্রভাব পড়বে ভারতে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বুদ্ধভূমে গৃহযুদ্ধ’… ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১০ টায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights