সবাইকে আসন্ন বই উৎসবে স্বাগত / 49th International  Kolkata Book Fair 2025।।

IMG_20251103_150609

৩রা নভেম্বর: শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব, আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২২ জানুয়ারি, মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজন। স্থান, বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক। প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। বইমেলায় সার্বিক সহযোগিতা ও প্রাঙ্গণের উন্নয়ন করার জন্য আমরা কৃতজ্ঞ নগরোন্নয়ন দপ্তর, কে এম ডি এ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌরসংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও।

Thank you for reading this post, don't forget to subscribe!
Sudhangshu Sekhar Dey, President, Guild, Ms Anandi Queipo Riavitz, Chief of the Consular Section, Raju Barman, Treasurer, Guild, Sudipta dey, Executive Committee Member, Tridib Kr. Chatterjee, Hony. General Secretary, Guild, Esha Chatterjee, Executive Committee Member, Mr. Andres Sebastian Rojas, Counsellor, Subhankar Dey, Executive Committee Member , Shiladitya Sarkar, Member Guild

আপনারা সকলেই জানেন, বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। মেলার এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনই  চিন্তান্বিতও। কারণ, আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন। অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর এতটুকুও বাড়ানো যায়নি। তদসত্ত্বেও গতবার আমরা সামান্য কিছু নতুন স্টল দিতে পেরেছি। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আগামী বইমেলায় স্টলের সংখ্যা আর বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা অত্যন্ত আনন্দিত, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্তিনা – যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক। আমাদের বিশ্বাস, এই অংশগ্রহণের মাধ্যমে দুদেশের মধ্যে পারষ্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আমাদের মধ্যে রয়েছেন ভারতে আর্জেন্তিনা দূতাবাসের দুজন প্রতিনিধি। বইমেলায় ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাঁদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে রয়েছি।

আগামী ২০২৭ আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে আমরা চাইছি, যেসব আলোকচিত্রী প্রথম ২০ বছর অর্থাৎ ১৯৭৬ থেকে ১৯৯৬ অবধি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন, তাঁদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে। এইসব দুর্লভ ও স্মৃতিবিজড়িত ফটোর মধ্যে সেরা ১০ টিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব। ২০২৬ বইমেলার প্রেস কর্ণারে তাঁদের পাঠানো সব ছবিই মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে। আমাদের এটাও  ইচ্ছা, আগামী সুবর্ণজয়ন্তী বর্ষে এই ছবিগুলি বইমেলার স্মরণিকায় প্রকাশ করার। ই-মেলে স্বচ্ছন্দে আপনাদের সংগ্রহে থাকা যেকোনও বইমেলার ছবি পাঠাতে পারেন। ছবি পাঠাবার শেষ দিন ১০ ডিসেম্বর ২০২৫।  প্রতিবছরের মতো আগামী ২০২৬ বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে। অন্যান্য বছরের তুলনায় ২০২৬ এ আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি আশা করছি। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনাও, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, কর্ণাটক, উড়িষ্যা, ত্রিপুরা… ইত্যাদি। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।  আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল,  KLF, অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৫ জানুয়ারি।

3rd November: The International Kolkata Book Fair happens to be the biggest festival in our state after Durga Puja. The upcoming 49th International Kolkata Book Fair will commence from 22 January and will continue till 3 February 2026. Like previous years, the fair will be inaugurated by the Hon’ble Chief Minister of West Bengal Smt. Mamata Banerjee. Eminent poets, authors, and other scholars will be present as guests of honour at the inauguration. Venue: Boimela Prangan, Karunamoyee, Salt Lake. At the very outset, we would like to express our deep gratitude towards the Hon’ble Chief Minister of West Bengal, Smt. Mamata Banerjee. We are indebted to the Urban and Municipal Affairs Department, KM, DA, and Bidhannagar Municipality for the upgradation of the Mela Prangan. We are also grateful to the other various departments of the West Bengal Government, including Information & Cultural Affairs, Bidhannagar Police, and  Kolkata Police, for their overall cooperation and support to the Book Fair. As you know, currently, the International Kolkata Book Fair is the world’s largest attended non-trade book festival. Twenty-seven lakh book lovers visited the last book fair in 202,5, and the book sales amounted to Rs 23 crores. Although the size of the fairground remains the same, last year we did manage to increase the number of stalls. But this year, we deeply regret that we will not be able to increase the number of stalls.

For the first time in the history of the International Kolkata Book Fair, Argentina, a country closely connected with India, especially Bengal, will be the Focal Theme Country in the International Kolkata Book Fair 2026. We sincerely believe that this will contribute to building a stronger bilateral cultural relationship between the two countries. Today, we have among us Mr Andrés Sebastián Rojas, Head of the Political and Cultural Section of the Embassy of Argentina in India, and Mrs Anandi Queipo Riavitz, Head of the Consular Section of the Embassy of Argentina in India. We will hear some interesting news from them about their participation as the focal theme in the book fair.

2027 will be the Golden Jubilee year of the International Kolkata Book Fair. For this, we cordially invite photographers who have covered the Kolkata Book Fair during the first two decades, 1976 to 1996, to share with us their best photos from their archives. The best 10 rare and nostalgic photographs will be awarded. The selected photographs will also be exhibited in the Press Corner of 2026. We also intend to publish those photographs in the 550-year Souvenir of the IKBF. The photographers may submit their iconic shots to the guild office by 10 December 2025. Like every year, Great Britain, the USA, Germany, Australia, France, Spain, Peru, Colombia, Japan, Thailand, and other Latin American Countries will be participating in the upcoming book fair. We are expecting more international participants this year. Besides, there are publications of other states of India, such as Delhi, Uttar Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Tamil Nadu, Gujarat, Maharashtra, Bihar, Assam, Jharkhand, Karnataka, Odisha, Tripura, etc. As always, there will be the Little Magazine Pavilion, the ChPavilion, and other such attractions. Another attraction of the International Kolkata Book Fair — the Kolkata Literature Festival, KLF, will be held on 24 and 25 January 2026. We welcome everyone to the upcoming International Kolkata Book Fair and Kolkata Literature Festival.

About The Author


Verified by MonsterInsights