মণিপাল হসপিটালস কলকাতা পালন করল বিশ্ব ডায়াবেটিস দিবস / Manipal Hospitals Kolkata marks World Diabetes Day with key initiatives

ঢাকুরিয়ায় ‘মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস’-এর উদ্বোধন ও ইএম বাইপাসে সচেতনতা কর্মসূচি
Thank you for reading this post, don't forget to subscribe!
কলকাতা, ১২ নভেম্বর ২০২৫: ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল গ্রুপ-এর দুটি ইউনিট — ঢাকুরিয়া ও ইএম বাইপাস — বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দুটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকুরিয়া ইউনিটে চালু হয়েছে নতুন মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস, আর ইএম বাইপাস ইউনিটে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি। এই দুই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত অলিম্পিয়ান শ্যুটার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকার। দুই হাসপাতালের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করা — যেন সবাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপনের গুরুত্ব বুঝতে পারেন। অনুষ্ঠানগুলিতে চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেন।
মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস, ঢাকুরিয়া ইউনিটে একত্রিত হয়েছে একদল বিশেষজ্ঞ চিকিৎসক — ডা. সুজয় ঘোষ (কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি), ডা. অমল কুমার সিনহা (কনসালট্যান্ট – ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি), ডা. মনোজিৎ কেতন মুখোপাধ্যায় (সিনিয়র কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি), ডা. অনির্বাণ সিনহা (কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি), ডা. উমাকান্ত মহাপাত্র (কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি), ডা. সোহম তরফদার (কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি) এবং ডা. শিলাদিত্য নন্দী (কনসালট্যান্ট – এন্ডোক্রাইনোলজি)। এই ইনস্টিটিউট চিকিৎসার পাশাপাশি রোগী শিক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছে, যাতে প্রত্যেক ব্যক্তি রোগ নির্ণয়ের পর সঠিক পরামর্শ ও সহায়তা পান। চিকিৎসক দল সার্বক্ষণিকভাবে রোগীদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা প্রদান করবেন। বিশ্বজুড়ে ডায়াবেটিস এখন এক বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঠিক সময়ে চিকিৎসা ও পর্যবেক্ষণ না করলে এই রোগের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, তাই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ও জনসচেতনতা প্রচার এখন অত্যন্ত জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সুজয় ঘোষ বলেন, “ডায়াবেটিস আজ নির্দিষ্ট কোনো বয়সের রোগ নয়; এটি শিশু থেকে শুরু করে তরুণ ও প্রবীণ—সব বয়সের মানুষকেই প্রভাবিত করছে। বর্তমানে ভারতে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং এই সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস স্থাপনের উদ্দেশ্য হলো এই ক্রমবর্ধমান স্বাস্থ্যচ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত চিকিৎসা প্রদান করা। উন্নত ডায়াগনস্টিক, চিকিৎসা দক্ষতা এবং রোগী শিক্ষাকে একত্রিত করে আমরা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সংগঠিত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি জীবনধারা সহায়তা নিশ্চিত করতে চাই, যাতে মানুষ আরও স্বাস্থ্যকর ও সচেতন জীবনযাপন করতে পারেন।”
ইএম বাইপাস ইউনিটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল একাধিক সচেতনতা কার্যক্রম। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘সুগার মনস্টার’ নামে একটি অভিনব ইনস্টলেশন, যা দৈনন্দিন খাবারে লুকিয়ে থাকা চিনি সম্পর্কে মানুষকে চাক্ষুষভাবে সচেতন করেছে। এই উদ্যোগটি পরিবার ও তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও, হাসপাতাল প্রকাশ করেছে একটি ডায়াবেটিস সচেতনতা বুকলেট এবং একটি তথ্য পোস্টার, যেখানে প্রাথমিক উপসর্গ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জীবনযাপনের গুরুত্ব নিয়ে সহজ ভাষায় তথ্য তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের বিশিষ্ট চিকিৎসকগণ — ডা. শুভঙ্কর চৌধুরী (সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি), ডা. উত্তিও গুপ্ত (কনসালট্যান্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি), ডা. কৌশিক বিশ্বাস (সিনিয়র কনসালট্যান্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি) এবং ডা. শেখ হাম্মাদুর রহমান (কনসালট্যান্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি)। তাঁরা দর্শকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা ভাগ করে নেন।
আলোচনায় ডা. শুভঙ্কর চৌধুরী বলেন, “বিশ্ব ডায়াবেটিস দিবস আমাদের মনে করিয়ে দেয়, ডায়াবেটিস শুধুমাত্র একটি রোগ নয়; এটি আমাদের জীবনযাত্রা ও সমাজের পরিবর্তনের প্রতিচ্ছবি। চিকিৎসা পদ্ধতিও বদলেছে—আগে যেখানে কেবল চিকিৎসার ওপর জোর দেওয়া হতো, এখন গুরুত্ব পাচ্ছে প্রতিরোধ, শিক্ষা ও সচেতনতা। রোগ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা, সমন্বিত যত্ন ও নিয়মিত সচেতনতা বজায় রাখা—এই তিনটি বিষয়ই সফল ডায়াবেটিস ব্যবস্থাপনার মূলভিত্তি। আমাদের লক্ষ্য হলো ডায়াবেটিস কেয়ারকে আরও সহজলভ্য, শিক্ষানির্ভর ও সমন্বিত করে তোলা, যাতে মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ও আত্মনির্ভর হতে পারেন।” অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকার বলেন, “মণিপাল হাসপাতালের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডায়াবেটিস সচেতনতা হাসপাতালের বাইরেও ছড়িয়ে দিচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস এবং সুগার মনস্টার-এর মতো উদ্যোগ শুধু চিকিৎসার দিক নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রেরণাও জাগিয়ে তুলছে। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি—ফিটনেস ও সচেতনতা পাশাপাশি চললে তবেই সমাজ হবে আরও সুস্থ।” দিনের শেষে ইএম বাইপাস ইউনিটে মুখ্য অতিথি হাসপাতাল ভবনটি নীল আলোয় আলোকিত করে বিশ্ব ডায়াবেটিস দিবস-এর বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে, ঢাকুরিয়া ইউনিট ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নীল আলোয় সজ্জিত থাকবে—যা ডায়াবেটিস সচেতনতা ও যত্নে মণিপাল হাসপাতালের অবিচল প্রতিশ্রুতির প্রতীক।
Dhakuria Unveils Manipal Institute of Diabetes, EM Bypass hosts Awareness Session and Unveils ‘Sugar Monster’
Kolkata, 12th November 2025: Manipal Hospitals Dhakuria and EM Bypass, two major units of India’s largest healthcare network, Manipal Hospitals Group, observed World Diabetes Day with two meaningful initiatives: the launching of the Manipal Institute of Diabetes at the Dhakuria unit and a diabetes awareness program at the EM Bypass unit. The occasions were graced by Olympian shooter and Arjuna Awardee, Joydeep Karmakar, as the Chief Guest. Both events underlined the imperative need for early diagnosis, lifestyle awareness, and comprehensive diabetes management in India. Diabetes has gradually become a pandemic situation in most parts of the world and is often termed the “pandemic of the 21st century.” With millions affected worldwide, timely diagnosis, proper management, and continuous monitoring have become critical to preventing long-term health complications. In India, the rapid rise in diabetes cases underlines the requirement for dedicated specialty care and public engagement.
The Manipal Institute of Diabetes at Dhakuria brings together a team of leading specialists including Dr. Sujoy Ghosh, Consultant – Endocrinology, Dr. Amal Kumar Sinha, Consultant – Diabetes & Endocrinology; Dr. Monojit Ketan Mukhopadhyay, Senior Consultant – Endocrinology; Dr. Anirban Sinha, Consultant-Endocrinology; Dr. Umakanta Mahapatra, Consultant – Endocrinology; Dr. Soham Tarafdar, Consultant – Endocrinology and Dr. Shiladitya Nandi, Consultant – Endocrinology. The Institute emphasizes patient education as an essential part of treatment, ensuring that individuals receive the right guidance and support following diagnosis. The team of doctors remains available round the clock to address patient concerns and provide timely assistance. The launch of this specialized unit comes at a critical time when the burden of diabetes is increasing both nationally and globally. The facility is designed to serve as a centre of excellence for diabetes care, offering the latest in diagnostic technology, treatment options, and patient support services.
At the launch of Manipal Institute of Diabetes, Dr. Sujoy Ghosh, Consultant – Endocrinology, Manipal Hospital – Dhakuria, said, “Diabetes is no longer confined to a particular age group; it now affects children, young adults, and the elderly alike. India is home to over 100 million people living with diabetes, and this number continues to rise at an alarming rate. The Manipal Institute of Diabetes has been established to address this growing health challenge through an integrated model of care. By combining advanced diagnostics, clinical expertise, and patient education under one roof, we aim to promote early detection, structured management, and long-term lifestyle support to help individuals lead healthier, more informed lives.”
A series of engaging public-awareness activities took place at Manipal Hospital, EM Bypass, to observe World Diabetes Day. The highlight of the activities was the unveiling of the ‘Sugar Monster’, a creative installation that revealed the hidden sugars present in everyday foods, helping people visually understand how subtle dietary habits contribute to the rise of diabetes. The initiative aimed to make awareness both informative and interactive, particularly for families and young adults. As part of the campaign, the hospital also launched a Diabetes Awareness Booklet and an Information Poster, designed to educate people about early symptoms, preventive measures, and the importance of lifestyle management. The event witnessed active participation from leading endocrinologists including Dr. Subhankar Chowdhury, Senior Consultant and Head of the Department, Diabetology & Endocrinology; Dr. Uttio Gupta – Consultant, Diabetes & Endocrinology; Dr. Kaushik Biswas – Senior Consultant, Diabetes & Endocrinology; and Dr. Sk Hammadur Rahaman – Consultant, Diabetes & Endocrinology from Manipal Hospital EM Bypass who engaged with attendees to promote better understanding of diabetes prevention and control.
During the awareness talk at Manipal Hospital EM Bypass, Dr. Subhankar Chowdhury, Senior Consultant and Head of the Department, Diabetology & Endocrinology, Manipal Hospital EM Bypass, emphasized the evolving approach to diabetes care. He said, “World Diabetes Day reminds us that diabetes is not just about being a medical condition; it is indicative of the transitioning state of our lifestyles and society to date. Diabetes care has changed significantly over the years from one that had an almost singular focus on treatment, to one today that focuses more on prevention, education, and empowering people living with diabetes. Early identification, coordinated, integrated care, and ongoing awareness are still fundamental in optimal diabetes management. At our hospital, we recognize and support this changing nature of care, and want to continue to help develop and shape it. As part of our coordinated approach through our central operating model, we have developed awareness programs across our units. We aim to make diabetes care more accessible, less therapeutic, therefore led by education, and holistic, so we can help individuals living with diabetes to empower their health and help them lead a more balanced life living with diabetes.”
Olympian shooter and Arjuna Awardee Joydeep Karmakar, who graced both the events, shared, “It’s heartening to see a leading healthcare institution like Manipal Hospitals taking diabetes awareness beyond the hospital walls. Initiatives like the Manipal Institute of Diabetes and creative campaigns such as the ‘Sugar Monster’ not only highlight the medical aspects of the disease but also inspire communities to make informed lifestyle choices. As someone from the sports fraternity, I believe fitness and awareness go hand in hand in building a healthier society.” The day concluded at Manipal Hospital EM Bypass, where the Chief Guest lit up the hospital building in blue to mark solidarity with the global World Diabetes Day observance. Meanwhile, the Dhakuria unit illuminated its building in blue from 10th to 16th November, symbolizing a continued commitment to diabetes awareness and care.
About Manipal Hospitals
As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India, serving over 7 million patients annually, with a focus on providing affordable, high-quality healthcare services. Manipal’s integrated network today has a pan-India footprint of 38 hospitals across 19 cities with 10,500+ beds, and a talented pool of 7,200+ doctors and an employee strength of over 20,500. Manipal Hospitals provide comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals are NABH, AAHRPP-accredited, and most of the hospitals in its network are NABL, ER, and Blood Bank accredited and recognized for Nursing Excellence.



















