কান্দি-ঃ রাজ্যের প্রত্যেকটি পৌরসভার মধ্যে প্রথম স্থান অর্জন করল সাতটি পৌরসভার যার মধ্যে কান্দি পৌরসভা অন্যতম। এমটাই সোমবার কান্দি পৌরসভা ভবনে কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সাংবাদিক বৈঠক করে জানালেন। কান্দি পৌরসভার ইউপিএসসি থেকে পৌর বাসিন্দাদের পরিষেবা অত্যন্ত ভালো পাশাপাশি কান্দি পৌরসভার বিভিন্ন পরিষেবা ভালো যার মধ্যে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে কান্দি পৌরসভার বিভিন্ন পরিষেবা কান্দি পৌরসভা কে প্রথম স্থানের স্বীকৃতি পেতে অবদান রাখল বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক
Thank you for reading this post, don't forget to subscribe!

