ডঃ ভীমরাও রামজি আম্বেদকর এর 131 তম জন্ম দিবস উপলক্ষে আজ ব্লক চত্বরে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়


সহদেব পরামানিক : ভারতীয় সংবিধানের জনক ডঃ ভীমরাও রামজি আম্বেদকর এর 131 তম জন্ম দিবস উপলক্ষে আজ ব্লক চত্বরে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় । এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সমস্ত প্রতিকুলতাকে অতিক্রম করে বান্দোয়ান বিধানসভার বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় আবক্ষ মূর্তিটি উন্মোচিত হয় । আবক্ষ মূর্তি তে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারাম্ভ হয়। এছাড়া নানান ঐতিহ্যবাহী নৃত্যগীতের আসরও বসে । এদিন উপস্থিত বিশিষ্টজনেরা সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর কর্মজীবনের নানান দিকগুলি তুলে ধরেন মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অঘর হেমব্রম ,কোমেন্টর জয় ব্যানার্জি ,জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা সরেন, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন ,বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাশিফ সাবির ,সহ অন্যান্য বিশিষ্টজনেরা এছাড়াও প্রতিটি সম্প্রদায়ের বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights