সপ্তপর্ণীতে সাত জনের ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদনঃ গত ১৩ ই এপ্রিল কলকাতার সাধারণ ডাক দপ্তরে ( জি পি ও) কলকাতা দক্ষিণের একটি সংস্থা টুডেজ স্টোরির আয়োজনে অনুষ্ঠিত হল সপ্তপর্ণী নামক একটি স্মারক অনুষ্ঠান। যেখানে কলকাতার বিশিষ্ট সাতজনকে তারা জানালো বিশেষ সম্মান। তাদের মধ্যে ছিলেন – রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সত্যম রায়চৌধুরী, সম্বরণ ব্যানার্জী, তন্ময় বোস, ইন্দ্রাণী হালদার, জুনিয়র পি সি সরকার ও শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও উক্ত অনুষ্ঠানে শোভনবাবু অনুপস্থিত ছিলেন। সকলেই খুব আপ্লুত ও অভিভূত এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে। আমরা শিল্পনীড় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুবই আনন্দিত ও ধন্য মনে করছি। আমরা শিল্পনীড় ‍উপস্থিত বিশিষ্টজনদের সাথে কথা বল্লাম।  প্রীতম সরকারের ব্যবস্থাপনায় সারা কলকাতা জুড়ে সারা বছরই খুব সমারোহের সাথে বেশ কিছু অনুষ্ঠান হয়। তবে আমাদের চোখে অদ্ভুত লেগেছে যে মানুষটি বিভিন্ন ধরণের সরকারী ও বেসরকারী পুরস্কারের ডিজাইন করেন। বলতে গেলে আর্টিষ্টকে দিয়ে অন্য আর্টিষ্টকে পুরস্কৃত করার এক অভাবনীয় ধারণাকে বাস্তবায়িত করা সত্যিই প্রসংশার যোগ্য। খুব সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আরও একবার ধন্যবাদ প্রাপ্য টুডেজ স্টোরী। হ্যাড সফ্ট টু টুডেজ স্টোরী টিম ও সর্বপরি প্রীতম,নুপুর ও বিপ্লবকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights