সৃষ্টি ডান্স একাডেমির আয়োজনে বৈশাখী বর্ষবরণ উৎসব ১৪২৯


ইন্দ্রজিৎ আইচঃ গত ২২ এ এপ্রিল ২০২২ বাংলার ৮ ই বৈশাখ ১৪২৯ শুক্রবার সকালে সল্টলেক স্টেডিয়ামে র স্টেডেল হোটেলে সল্টলেক সৃষ্টি ডান্স একাডেমি আয়োজন করে ছিলো তাদের বাংলা নতুন বছরের বর্ষবরণ উৎসব। এই দিনের অনুষ্ঠান শুরু হয় ঝুমকি সেন এর উদ্বোধনী সংগীত দিয়ে। তার এক বৈশাখে দেখা হলো দুজনার এই গানে সকলেই মেতে ওঠেন। সংগীত শিল্পী ঈপ্সিতা মুখার্জী পরিবেশন করেন এই মায়াবী চাঁদের রাতে, এসো হে বৈশাখ এসো এ সো, জি বাংলা সাড়ে গামা পা-র শিল্পী অরিত্র দাসগুপ্ত শোনালেন হয়তো তোমারই জন্য। নাচে গানে জমে উঠেছিলো বৈশাখী আড্ডা। ছোটবেলার পয়লা বৈশাখ কেমন ছিলো, সেই সব দিনে দোকানে দোকানে হাল খাতা, বাংলা বছরের প্রথমদিন সে সব দিনের কথা স্মৃতি চারণ করেন এদিনের বিশেষ অতিথি অভিনেত্রী লিলি চক্রবর্তী। ছিলেন অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা, পরিচালক শিলাদিত্য মৌলিক, নৃত্য শিল্পী অভিরূপ সেনগুপ্ত, মডেল কঙ্কনা সেনগুপ্ত, মহুয়া পাল, অভিনেত্রী সোনালী চৌধুরী, তবলিয়া মল্লার ঘোষ, আবৃত্তিকার মল্লিকা ঘোষ সহ আরো অনেকে। সহযোগিতায় ছিলেন একতা ও অরুণ এবং আশীষ বসাক।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঞ্চে উপস্থিত সকল শিল্পী কলা কুশলীদের হাতে নানা উপহার সামগ্রী তুলে দেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী। সঞ্চালনায় ছিলেন রাই। সমগ্র অনুষ্ঠান পরিচালনা, ভাবনা এবং পরিকল্পনায় ছিলেন ইন্দ্রানী গাঙ্গুলী। খাওয়া দাওয়া, গান, নাচ, কথায়, আড্ডায় সব মিলিয়ে সৃষ্টি ডান্স একাডেমির বৈশাখী আড্ডা ও বর্ষ বরণ উৎসব ১৪২৯ দারুন ভাবে জমে উঠেছিলো।

About The Author


Verified by MonsterInsights