আত্মজ জীবনকৃতি সম্মান পেলেন নাটকের জন্য মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাস


ইন্দ্রজিৎ আইচঃ গত ১লা মে সন্ধ্যায় সিউড়ির নাট্যদল ‘আত্মজ’র পক্ষ থেকে ‘আত্মজ জীবনকৃতি সম্মাননা ২০২২’ তুলে দেওয়া হলো নাট্যকার পরিচালক অভিনেতা সংগঠক ও মিউনাসের কর্ণধার উৎসব দাসের হাতে । সম্মাননা প্রদানের শুরুতেই আত্মজ’র কর্ণধার মুকুল সিদ্দিকী বলেন কেন এই মানুষটিকে তাঁরা এই সম্মাননা প্রদান করেছেন । তিনি বলেন, উৎসব দাস শুধু নিজের নাটক নিজের নাট্যদল নিয়েই ভাবেন নি , তিনি সমগ্র রাজ্যের নাট্যদলগুলোর মধ্যে একটা সুসম্পর্ক তৈরীর কাজ করে চলেছেন বহুদিন ধরে । সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু নাট্যদল আছে যাঁরা উৎসব দাসের হাত ধরে কলকাতায় তাঁদের প্রথম মঞ্চায়ন করেছেন এবং তাদের সু প্রযোজনা কলকাতার দর্শককে দেখানোর সুযোগ পেয়েছেন । কলকাতা সহ বিভিন্ন জেলার নাট্যদলের সাথে সুসম্পর্ক গড়ে তোলার কারিগর উৎসব দাস । মঞ্চে উপস্থিত নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায় নাট্যকার পরিচালক বিজয় কুমার দাস ও আননায়ুধ নাট্য পত্রিকার সম্পাদক স্বপন রায় উৎসব দাসের নাটক ও নাট্য যাপন নিয়ে আলোকপাত করেন ।সম্মাননা অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় মিউনাস প্রযোজিত উৎসব দাস রচিত ও নির্দেশিত নাটক ” অপেক্ষায়” । সময়োপযোগী এই নাটক সেদিন দর্শকের যথেষ্ট প্রশংসা পায় । পূর্ণ প্রেক্ষাগৃহে , সিউড়ির বহু নাট্যদলের ও নাট্য প্রেমীদের উপস্থিতিতে আত্মজ নাট্যদলের আয়োজিত এই অনুষ্ঠান সফল হলো ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights