কলকাতা কর্পোরেশন নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল


উত্তরবঙ্গঃ কলকাতা কর্পোরেশন নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল সংগঠিত করা হয়। এদিন সংগঠনের জেলা দপ্তর থেকে শুরু হয়ে মার্চেন্ট রোড, কদমতলা মোড় হয়ে পুনরায় জেলা দপ্তরে মিছিলটি শেষ হয়। নির্বাচনে যেভাবে ভোট লুট থেকে শুরু করে বাম প্রার্থী ও নির্বাচনে যুক্ত কর্মী-সমর্থকদের ওপর আক্রমণ চালনো হয়েছে সেই ঘটনাকেও ধিক্কার জানিয়ে আওয়াজ তোলা হয় এবং আগামীদিনে এই ভোট লুটেরাদের বিরুদ্ধে জোড়দার লড়াইয়ের আওয়াজ তোলা হয়। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে, প্রভাকর সরকার, শুভেন্দু সাহা, শুভায়ু পাল, অনির্বান দে, সাগর ভৌমিক, দেবরাজ বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শোনাবো ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক প্রদীপ দে’র বক্তব্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights